Homeখবরদেশবিনামূল্যে সুবিধা দেওয়া কি 'পরজীবী শ্রেণি' তৈরি করছে? কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

বিনামূল্যে সুবিধা দেওয়া কি ‘পরজীবী শ্রেণি’ তৈরি করছে? কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

প্রকাশিত

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির বিনামূল্যে সুবিধা দেওয়ার প্রচলিত রীতির বিরুদ্ধে কঠোর মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, এই ধরনের সুবিধার ফলে মানুষ কাজ করতে আগ্রহ হারাচ্ছে। এতে দেশ কি এক “পরজীবী শ্রেণি” তৈরি করছে না, সে প্রশ্নও তোলেন বিচারপতিরা।

শহরাঞ্চলের গৃহহীনদের আশ্রয়ের অধিকারের বিষয়ে এক মামলার শুনানিতে বিচারপতি বিআর গাভৈ এবং এজি মাসিহর বেঞ্চের পর্যবেক্ষণ, মানুষকে কাজ না করেও রেশন ও টাকা দেওয়া হচ্ছে। আদালত প্রশ্ন তোলে, “মানুষকে সমাজের মূল স্রোতে এনে দেশের উন্নয়নে অংশগ্রহণ করানোর পরিবর্তে কি আমরা তাদের এক পরজীবী শ্রেণিতে পরিণত করছি না?”

বিচারপতি গাভৈ মহারাষ্ট্রের ‘লাডকি বহিন’ প্রকল্পের প্রসঙ্গ টেনে বলেন, “দুঃখজনক ভাবে, নির্বাচনের আগে এই ধরনের প্রকল্প ঘোষণা করা হয়, যেমন ‘লাডকি বহিন’ বা অন্যান্য প্রকল্প। এর ফলে মানুষ কাজ করতে চায় না, কারণ তারা বিনামূল্যে রেশন ও টাকা পেয়ে যাচ্ছে।”

আদালত আরও বলে, “আপনারা গৃহহীনদের নিয়ে উদ্বিগ্ন, যা আমরা বুঝতে পারছি। কিন্তু তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে এনে দেশের উন্নয়নে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করাই কি ভালো নয়?”

বিতর্কের মধ্যে কৃষিক্ষেত্রের প্রসঙ্গ

যখন মামলাকারীদের পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, “দেশে এমন কেউ নেই যে কাজ পেতে চায় না”। তখন বিচারপতি গাভৈ তাঁকে থামিয়ে বলেন, “আপনার জ্ঞান একপাক্ষিক। আমি কৃষক পরিবার থেকে এসেছি। নির্বাচনের আগে ঘোষিত বিনামূল্যে সুবিধার কারণে মহারাষ্ট্রের কৃষকরা শ্রমিক পাচ্ছে না।”

বিনামূল্যে সুবিধার ভারসাম্য প্রয়োজন

আদালত পর্যবেক্ষণ করে বলে, গৃহহীনদের আশ্রয় দেওয়া গুরুত্বপূর্ণ হলেও, তা একটি সুষম নীতি মেনে হওয়া উচিত। অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি জানান, কেন্দ্র সরকার শহুরে দারিদ্র্য দূরীকরণ প্রকল্প চূড়ান্ত করছে, যা গৃহহীনদের আশ্রয় দেওয়ার পাশাপাশি অন্যান্য সমস্যার সমাধান করবে।

রাজনৈতিক বিতর্ক ও অতীত পর্যবেক্ষণ

শুনানিতে এক মামলাকারী দাবি করেন, সরকার শুধু ধনীদের জন্যই সহানুভূতি দেখায়। বিচারপতি গাভৈ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এখানে রাজনৈতিক বক্তব্য রাখবেন না। আমরা আদালতকে রাজনৈতিক বিতর্কের মঞ্চ হতে দেব না। সরকার কেবল ধনীদের জন্য কাজ করছে— আপনি কীভাবে এমন মন্তব্য করতে পারেন?”

এই মামলার পরবর্তী শুনানি ছয় সপ্তাহ পর হবে। এর আগেও সুপ্রিম কোর্ট বিনামূল্যে সুবিধা দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত ডিসেম্বর, বিচারপতি সুর্য কান্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানতে পেরে বিস্ময় প্রকাশ করে যে, ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ৮১ কোটি মানুষ বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত রেশন পাচ্ছেন।

মহামারির পর থেকে পরিযায়ী শ্রমিকদের দেওয়া বিনামূল্যে রেশন প্রসঙ্গে আদালত প্রশ্ন তোলে, “এই সুবিধা কতদিন চলবে? কেন আমরা কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের দিকে নজর দিচ্ছি না?”

দিল্লি হাইকোর্টের সিদ্ধান্ত

এই একই দিন, দিল্লি হাই কোর্ট আপ, কংগ্রেস এবং বিজেপির দেওয়া বিনামূল্যে সুবিধার প্রতিশ্রুতির বিরুদ্ধে একটি আবেদন খারিজ করেছে। মামলাটি দায়ের করেছিলেন প্রাক্তন বিচারপতি এসএন ধিংরা। তিনি দাবি করেছিলেন, রাজনৈতিক দলগুলির এমন প্রতিশ্রুতি জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত আচরণ এবং নির্বাচন কমিশনকে এগুলো অসাংবিধানিক ঘোষণা করতে হবে।

হাইকোর্ট জানায়, এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলছে এবং মামলাকারীকে সেখানে যাওয়ার পরামর্শ দেয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।