Home খবর দেশ উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

0

নয়াদিল্লি: অবশেষে মিলল সাফল্য। উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনার দীর্ঘদিন পর ওষুধ উৎপাদক সংস্থার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরি করার অভিযোগ রয়েছে।

ভারতে তৈরি ওষুধ খেয়ে উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলেই অভিযোগ উঠেছিল। শুরু হয় ঘটনার তদন্ত। মারিয়ন বায়োটেক-এর ৫ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিডিএসসিও-র (CDSCO) ইন্সপেক্টর। অবশেষে গ্রেফতার করা হল তিন প্রস্তুতকারককে। জানা যাচ্ছে, অভিযুক্তদের মধ্যে সংস্থার দুই ডিরেক্টরের নামও ছিল। এর পরেই তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় তিন জনকে।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে নয়ডা ফেজ-৩ থানার আইসি বিজয় কুমার জানান, ধৃতদের মধ্যে এক জন সংস্থার অপারেশন হেড তুহিন ভট্টাচার্য। অন্য জন ম্যানুফ্যাকচারিং কেমিস্ট অতুল রাওয়াত এবং আর একজন অ্যানালিটিক্যাল কেমিস্ট মুল সিং। যদিও বাকি দুই অভিযুক্ত জয়া জৈন এবং শচীন জৈন পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ভারতে তৈরি কাফ সিরাপ খেয়ে দেশের প্রায় ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল উজবেকিস্তান সরকার। সিরাপ পরীক্ষা করে মিলেছিল মাত্রাতিরিক্ত ইথিলিন গ্লাইকল, যা শিশুদের জন্য বিষ বলেই দাবি করেছিল সে দেশের সরকার। ঘটনার তদন্তে নেমে অবশেষে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন : বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বিমানবন্দরে নামতেই গ্রেফতার ছাত্র

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version