Home খবর দেশ বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বিমানবন্দরে নামতেই গ্রেফতার ছাত্র

বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বিমানবন্দরে নামতেই গ্রেফতার ছাত্র

0
মাসকয়েকের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি। প্রতীকী ছবি

বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার আরও একটি ঘটনা নিয়ে শোরগোল। নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একজন যাত্রী মত্ত অবস্থায় অন্য সহযাত্রীর উপর প্রস্রাব করেছেন বলে অভিযোগ। সূত্রের খবর, বিমানবন্দরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ফ্লাইট নম্বর এএ২৯২-তে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত ৯টা ১৬ মিনিটে নিউইয়র্ক থেকে আকাশে উড়েছিল বিমানটি। ১৪ ঘণ্টা ২৬ মিনিট পরে শনিবার রাত ১০টা ১২ মিনিটে নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, অভিযুক্ত আমেরিকান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করেন। সেটি কোনোভাবে ফুটো হয়ে সহযাত্রীর গায়ে পড়ে। এরপর ওই সহযাত্রী বিমানকর্মীদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

বিমানকর্মীরা বিষয়টি পাইলটকে জানান। পাইলট ঘটনার কথা জানান এটিসি-কে। এর পরই বিষয়টি সিআইএসএফ-কে জানানো হয়। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।

বিমানবন্দরের অন্য একটি সূত্র জানিয়েছে যে ঘটনাটি প্রকাশ্যে আসার পরে সিআইএসএফ-এর সঙ্গে বিমান সংস্থার নিজস্ব নিরাপত্তা দল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়। জানা যায়, ওই ব্যক্তি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি। অভিযুক্ত যুবক তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনো পদক্ষেপ করতে চাননি সহযাত্রী।

তাৎপর্যপূর্ণ ভাবে, গত কয়েক মাসে এই ধরনের দ্বিতীয় ঘটনা প্রকাশ্যে এল। এর আগে, গত বছরের ২৬ নভেম্বর, নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। যেখানে শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় একজন বয়স্ক মহিলার উপর প্রস্রাব করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার রেশ না মিটতেই ফের মদ্যপ অবস্থায় একজন যাত্রী নিজের সহযাত্রীর গায়ে প্রস্রাব করলেন।

আরও পড়ুন: বঞ্চনার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে চা শ্রমিকরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version