Homeখবরদেশওরফিশের আগমন কি মেগা ভূমিকম্পের পূর্বাভাস? জাপানে সতর্কবার্তা জারি

ওরফিশের আগমন কি মেগা ভূমিকম্পের পূর্বাভাস? জাপানে সতর্কবার্তা জারি

প্রকাশিত

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯০০ জনে। এমন পরিস্থিতিতে জাপান সরকার নানকাই ট্রাফ এলাকায় সম্ভাব্য ‘মেগা ভূমিকম্প’ নিয়ে সতর্কবার্তা জারি করেছে।

নানকাই ট্রাফে মেগা ভূমিকম্পের আশঙ্কা

জাপানের নানকাই ট্রাফ, যা প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত, সেখানে ৯ মাত্রার একটি ‘মেগা ভূমিকম্প’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের সরকারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই ধরনের ভূমিকম্প ব্যাপক সুনামি সৃষ্টি করতে পারে এবং প্রায় ২৯৮,০০০ মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যদি ভূমিকম্পটি শীতকালে এবং রাতে ঘটে।

অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা

এই মেগা ভূমিকম্পের কারণে ২৭০.৩ ট্রিলিয়ন ইয়েন (জাপানের জিডিপির প্রায় অর্ধেক) অর্থনৈতিক ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১২.৩ লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হতে পারে বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের কারণ এবং ঝুঁকি

জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত, যা পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানকার প্রধান টেকটোনিক প্লেটগুলি হলো প্রশান্ত, ফিলিপাইন, হুয়ান ডি ফুকা, কোকোস এবং নাজকা প্লেট।

নানকাই ট্রাফের দৈর্ঘ্য প্রায় ৯০০ কিলোমিটার, যেখানে ফিলিপাইন সি প্লেট ইউরেশিয়ান প্লেটের নীচে সরে যাচ্ছে। এই প্লেটগুলোর চাপ জমে জমে প্রচুর শক্তি সঞ্চিত হয়েছে, যা একবার মুক্তি পেলে বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে।

ওরফিশের আগমন কি ভূমিকম্পের পূর্বাভাস?

জাপানি লোককথায় ওরফিশকে বলা হয় ‘রিউগু নো সুকাই’ বা ‘সমুদ্র দেবতার দূত’। সম্প্রতি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া সুর উপকূলে ওরফিশের উপস্থিতি দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে চাঞ্চল্য তৈরি করেছে।

এই গভীর সমুদ্রের মাছটি প্রায়ই ‘ডুমসডে ফিশ’ নামে পরিচিত, এবং এর আকস্মিক উপস্থিতি ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস বলে মনে করেন অনেকেই। অতীতে বড় ধরনের ভূমিকম্পের আগেও ওরফিশের দেখা মিলেছিল।

২০১১ সালের তোহোকু ভূমিকম্পের স্মৃতি

জাপান ২০১১ সালে ৯.০ মাত্রার তোহোকু ভূমিকম্প এবং সুনামি প্রত্যক্ষ করেছিল, যাতে প্রায় ২০,০০০ মানুষ প্রাণ হারায়। সেই ঘটনার স্মৃতি এখনও জাপানিদের মনে তাজা।

সতর্কবার্তা জারি

গত বছর নানকাই ট্রাফ এলাকায় ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জাপান প্রথমবারের মতো ‘মেগা ভূমিকম্প’ পরামর্শ জারি করেছিল। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, ফিলিপাইন সি প্লেটের চাপ বৃদ্ধির কারণে ইউরেশিয়ান প্লেটে ধাক্কা লেগে মেগা ভূমিকম্প এবং সুনামি ঘটতে পারে।

জাপান সরকারের এই সতর্কবার্তা এবং সাম্প্রতিক ওরফিশের উপস্থিতি ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।