Homeখবরদেশমুখ্যমন্ত্রিত্ব হারিয়ে সংসদে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল? জোর গুঞ্জন

মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে সংসদে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল? জোর গুঞ্জন

প্রকাশিত

দলের রাজ্যসভা সাংসদ সঞ্জীব অরোরাকে লুধিয়ানা পশ্চিম বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি (আপ)। এই পদক্ষেপটি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে রাজ্যসভায় স্থানান্তরের সম্ভাবনা নিয়ে জল্পনা সৃষ্টি করেছে। কারণ সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের ফলে তিনি দিল্লি বিধানসভার সদস্যপদ হারিয়েছেন।

লুধিয়ানা পশ্চিম আসনটির বিধায়ক ছিলেন গুরপ্রীত গোগি। বন্দুক পরিষ্কার করার সময় দুর্ঘটনাজনিত কারণে তাঁর মৃত্যুর পর আসনটি বিধায়ক শূন্য হয়েছিল। এ দিকে সঞ্জীব অরোরা, একজন ব্যবসায়ী, ২০২২ সালে পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তাঁর মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা। যদি তিনি উপনির্বাচনে জয়ী হন এবং বিধায়ক হিসেবে থাকতে চান, তবে তাঁকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে। সেই ক্ষেত্রে তাঁর শূন্য রাজ্যসভা আসনটি কেজরিওয়ালের জন্য বরাদ্দ করা হতে পারে। যদিও আপ এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপের কথা অস্বীকার করেছে। তবে এই বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

লুধিয়ানা পশ্চিম থেকে প্রার্থী হওয়ার টিকিট গ্রহণ করে, অরোরা অনলাইনে পোস্টে আপ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন, যেখানে কেজরিওয়ালের কোনো উল্লেখ ছিল না।

সূত্রের মতে, উপনির্বাচনে জয়ী হলে অরোরাকে ভগবন্ত মান সরকারের মন্ত্রীও করা হতে পারে, দলের প্রধানের জন্য তাঁর আসন ত্যাগের পুরস্কার হিসেবে।

দিল্লিতে এক দশক ধরে ক্ষমতায় থাকার পর আপ ক্ষমতা হারানোর পর, কেজরিওয়ালের জন্য পঞ্জাব বর্তমানে সেরা বিকল্প। গত বছর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সরকারি বাসভবন খালি করার পর থেকে তিনি দিল্লিতে পঞ্জাবের আরেক সাংসদ অশোক মিত্তলের বাড়িতে বসবাস করছেন।

অরোরার মতো সদস্যপদ সংক্রান্ত কোনো বাধা না থাকায়, কেজরিওয়াল রাজ্যসভায় যোগ দিতে পারেন, কারণ সাম্প্রতিক নির্বাচনে বিজেপির প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়ে তিনি দিল্লি বিধানসভার সদস্যপদ হারিয়েছেন। দলের নেতা আতীশি বিরোধী দলের নেতা হওয়ায়, কেজরিওয়ালের হাতে আপাতত জাতীয় ক্ষেত্রে মনোযোগ দেওয়ার জন্যও সময় থাকতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।