Homeখবরদেশদিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে নয়া সমীকরণ

দিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে নয়া সমীকরণ

প্রকাশিত

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের চমকে দেওয়া হার শুধু আম আদমি পার্টির (আপ) জন্যই নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ভিতরেও এক গুরুত্বপূর্ণ মোড়। কেজরিওয়ালের হার রাহুল গান্ধীর জন্য নেতৃত্ব পুনরুদ্ধারের সুযোগ তৈরি করে দিল বলেই মনে করছেন একাংশের রাজনৈতিক বিশ্লেষক।

বিজেপি দিল্লির ৭০টির মধ্যে ৪৭টি আসনে এগিয়ে থাকায় আপ-এর এক দশকের আধিপত্য প্রায় ভেঙে পড়েছে। কেজরিওয়াল নিজেও নয়াদিল্লি আসনে বিজেপির প্রবেশ বর্মার কাছে প্রায় ৩,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ২০১৩ সাল থেকে টানা এই আসন ধরে রাখা কেজরিওয়ালের জন্য এটি বিশাল ধাক্কা।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একাধিক শীর্ষ নেতা—মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরেরা এই নির্বাচনে কেজরিওয়ালকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। ফলে কংগ্রেস কার্যত দিল্লির লড়াইয়ে পৃথক অবস্থানে সরে গিয়েছিল। কিন্তু এখন কেজরিওয়ালের পরাজয়ের পর জোটের নেতৃত্বের প্রশ্নে নতুন করে রাহুল গান্ধীর নাম সামনে উঠে আসছে।

জোটের ভেতরে নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছে। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জোরাল দাবি করে বলেছেন, “বিরোধীদের নিজেদের ব্যর্থতা স্বীকার করে একত্রিত হওয়া উচিত। কংগ্রেসকে অহং বিসর্জন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতা হিসেবে মেনে নেওয়া উচিত।”

তবে কেজরিওয়ালের এই পরাজয়ের পর, পাল্টা রাহুল গান্ধীর নেতৃত্বের পক্ষে সমর্থন বাড়তে পারে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ইতিমধ্যেই কংগ্রেসকে নিজেদের ভূমিকা নিয়ে আত্মবিশ্লেষণের পরামর্শ দিয়েছেন।

আপ-এর এই পতন পঞ্জাব, গুজরাত-সহ অন্যান্য রাজ্যেও দলটির প্রভাব কমিয়ে দিতে পারে, যা কংগ্রেসকে শক্তিশালী করবে। শরদ পাওয়ার, লালুপ্রসাদ যাদবের মতো নেতারাও এখন রাহুলের নেতৃত্বের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারেন।

সামগ্রিকভাবে, কেজরিওয়ালের এই পরাজয় বিরোধী শিবিরে এক নতুন সমীকরণ তৈরি করল, যেখানে রাহুল গান্ধী ফের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কেন্দ্রীয় নেতৃত্বের দাবিদার হয়ে উঠতে পারেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।