অসম সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচরের সমস্ত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান।
ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের মন্ত্রিসভা গুয়াহাটি, ডিব্রুগড় ও শিলচরে সমস্ত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ২৪x৭ চালু রাখার অনুমোদন দিয়েছে। তবে মদ বিক্রির দোকান এই নিয়মের আওতায় পড়বে না।“
গ্রামাঞ্চলে রাত ১১টা, অন্যান্য শহরে রাত ২টা পর্যন্ত খোলা থাকবে দোকান
এই সিদ্ধান্তের ফলে গুয়াহাটি, ডিব্রুগড় ও শিলচর ছাড়াও অসমের অন্যান্য শহরগুলিতে রাত ২টা পর্যন্ত দোকান খোলা থাকবে। তবে গ্রামাঞ্চলে এই সময়সীমা রাত ১১টা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।
তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে কর্মীদের সুবিধা বিবেচনা করেই কাজের সময় ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, “কর্মীরা সর্বাধিক ৯ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন, তাই যদি কেউ ২৪ ঘণ্টা ব্যবসা চালাতে চায়, তাহলে তিন শিফটে কর্মীদের ভাগ করে কাজ করাতে হবে।“
অর্থনীতির প্রসার ও কর্মসংস্থানের আশা
অসম সরকার মনে করছে, এই নতুন নীতি ব্যবসার প্রসার ঘটাবে, অর্থনীতিকে চাঙা করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বিশেষ করে পর্যটন ও হোটেল শিল্প এই সিদ্ধান্তের ফলে লাভবান হবে বলে আশা করা হচ্ছে।