Homeখবরদেশতেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

প্রকাশিত

হায়দরাবাদ: ইভিএম মেশিনে গোলযোগ-সহ ছোটোখাটো দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শান্তিতেই চলছে। বিকেল ৩টে পর্যন্ত ৫১.৮৯ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই এই খবর দিয়েছে।  

জনগাঁও শহরের এক পোলিং বুথে বিক্ষিপ্ত সংঘর্ষ বাঁধে। কংগ্রেসকর্মীরা এক ব্যক্তিকে পোলিং বুথের বাইরে টেনে আনেন। তাঁকে তাঁরা ভোট দিতে দিছিলেন না। সেই নিয়ে ঝামেলা। পুলিশের হস্তক্ষেপে অশান্তি বেশি দূর গড়ায়নি। ভোট শুরু হওয়ার একটু পরেই সূর্যপেট জেলার হুজুরনগরে একটি ভোটকেন্দ্রে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।  

কামারেড্ডি বিধানসভা কেন্দ্রের ২৫৩ নং বুথে ইভিএম মেশিনে গোলযোগের জন্য সকাল ৮টা নাগাদ ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। মিনিট ৪৫ পরে আবার ভোট নেওয়া শুরু হয়।  

রাজ্যের ৩৩টি জেলার ৩৫,৬৫৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয় সকাল ৭টায়। ১ লক্ষ ৮৫ হাজারেরও বেশি ভোটকর্মী এই ভোটগ্রহণের কাজে যুক্ত রয়েছেন। এ ছাড়াও রয়েছেন ২২ হাজারের মতো পর্যবেক্ষক। রাজ্যের ৩ কোটি ৫৬ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁরা ২২৯০ জন প্রার্থীর মধ্য থেকে তাঁদের পছন্দমতো প্রার্থী বেছে নেবেন।

রাজ্যে এ বার ত্রিমুখী লড়াই চলছে। একদিকে মুখ্যমন্ত্রী কেসিআর-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস, পূর্বতন তেলঙ্গানা রাষ্ট্র সমিতি)। অন্য দিকে তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। তৃতীয় পক্ষ হিসাবে লড়াইয়ে রয়েছে বিজেপি। বিআরএস রাজ্যের ১১৯টি বিধানসভা আসনের সব ক’টিতে প্রার্থী দিয়েছে।

বিআরএস-এর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ১১৮টি আসনে প্রার্থী দিয়ে ১টি আসন ছেড়ে দিয়েছে সহযোগী ভারতের কমিউনিস্ট পার্টিকে (সিপিআই)। অভিনেতা পবন কল্যাণের দল জন সেনা জোট বেঁধেছে বিজেপির সঙ্গে। বিজেপি প্রার্থী দিয়েছে ১১১টি আসনে, বাকি ৮টি আসন ছেড়ে দিয়েছে জন সেনাকে।

উগ্র বামেদের প্রভাব আছে এমন জায়গাগুলিতে ভোটগ্রহণ পর্ব চলবে বিকেল ৪টে পর্যন্ত। আর বাদবাকি সব কেন্দ্রে ভোট নেওয়া হবে বিকেল ৬টা পর্যন্ত।

ফল প্রকাশ ৩ ডিসেম্বর

চলতি নভেম্বরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল। এই নির্বাচনপর্বের শেষ রাজ্যটি হল তেলঙ্গানা, যেখানে ভোটগ্রহণপর্ব চলছে আজ, ৩০ নভেম্বর। এর আগে নভেম্বরের ৭ তারিখ থেকে নভেম্বরের ২৫ তারিখের মধ্যে ভোট নেওয়া হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং মিজোরামে। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।