দেশের প্রখ্যাত শিল্পপতি রতন টাটার মৃত্যুতে সারাদেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার গভীর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “রতন টাটা ছিলেন একজন দূরদর্শী নেতা এবং অসাধারণ ব্যক্তি। তাঁর নম্রতা এবং সমাজের উন্নতিতে তাঁর অবদান দেশের জন্য অমূল্য।” প্রধানমন্ত্রী তাঁর এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে রতন টাটার সঙ্গে একটি ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রতন টাটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “রতন টাটার মৃত্যুতে আমি শোকাহত। তিনি ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং জনহিতৈষী মানুষ। তাঁর মৃত্যু শিল্পজগতে অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শোক প্রকাশ করে বলেন, “রতন টাটা ছিলেন একটি দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ। ব্যবসা এবং দানশীলতার ক্ষেত্রে তিনি একটি দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছেন। তাঁর পরিবার এবং টাটা সম্প্রদায়ের প্রতি আমার সমবেদনা।”
রতন টাটা ছিলেন শুধু একজন সফল ব্যবসায়ীই নয়, বরং একজন মানবতার অনুপ্রেরণা। তিনি ভারতের শিল্প খাতে অসাধারণ অবদান রেখেছেন এবং তাঁর নেতৃত্বে টাটা গ্রুপ বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
ওয়াকিবহাল মহলের মতে, শিল্প ও দানশীলতার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য চিরদিন রতন টাটাকে স্মরণ করা হবে। তাঁর চিন্তা-চেতনা এবং দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে থাকবে। ভারতের শিল্প ইতিহাসে তিনি এক অসামান্য অধ্যায়ের প্রতিনিধি ছিলেন।
আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, বয়স হয়েছিল ৮৬ বছর