Homeখবরদেশরতন টাটার প্রয়াণে দেশ জুড়ে শোকের ছায়া, শোকবার্তা মোদী-মমতা-রাহুলদের

রতন টাটার প্রয়াণে দেশ জুড়ে শোকের ছায়া, শোকবার্তা মোদী-মমতা-রাহুলদের

প্রকাশিত

দেশের প্রখ্যাত শিল্পপতি রতন টাটার মৃত্যুতে সারাদেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার গভীর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “রতন টাটা ছিলেন একজন দূরদর্শী নেতা এবং অসাধারণ ব্যক্তি। তাঁর নম্রতা এবং সমাজের উন্নতিতে তাঁর অবদান দেশের জন্য অমূল্য।” প্রধানমন্ত্রী তাঁর এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে রতন টাটার সঙ্গে একটি ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রতন টাটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “রতন টাটার মৃত্যুতে আমি শোকাহত। তিনি ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং জনহিতৈষী মানুষ। তাঁর মৃত্যু শিল্পজগতে অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শোক প্রকাশ করে বলেন, “রতন টাটা ছিলেন একটি দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ। ব্যবসা এবং দানশীলতার ক্ষেত্রে তিনি একটি দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছেন। তাঁর পরিবার এবং টাটা সম্প্রদায়ের প্রতি আমার সমবেদনা।”

রতন টাটা ছিলেন শুধু একজন সফল ব্যবসায়ীই নয়, বরং একজন মানবতার অনুপ্রেরণা। তিনি ভারতের শিল্প খাতে অসাধারণ অবদান রেখেছেন এবং তাঁর নেতৃত্বে টাটা গ্রুপ বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

ওয়াকিবহাল মহলের মতে, শিল্প ও দানশীলতার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য চিরদিন রতন টাটাকে স্মরণ করা হবে। তাঁর চিন্তা-চেতনা এবং দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে থাকবে। ভারতের শিল্প ইতিহাসে তিনি এক অসামান্য অধ্যায়ের প্রতিনিধি ছিলেন।

আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, বয়স হয়েছিল ৮৬ বছর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।