Home খবর দেশ দিল্লির মুখ্যমন্ত্রী পদে আতিশিকে বেছে নিল আপ, নাম প্রস্তাব কেজরিওয়ালের

দিল্লির মুখ্যমন্ত্রী পদে আতিশিকে বেছে নিল আপ, নাম প্রস্তাব কেজরিওয়ালের

বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার পর, দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার দুপুরে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে বৈঠকের পর কেজরিওয়াল পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। আম আদমি পার্টির (আপ) বিধায়কদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে।

আজকের এই বৈঠকে, আপ নেতা দিলীপ পাণ্ডে কেজরিওয়ালকে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্ত নিতে অনুরোধ জানান। কেজরিওয়াল যখন আতিশির নাম প্রস্তাব করেন, তখন উপস্থিত সমস্ত বিধায়ক উঠে দাঁড়িয়ে তার সমর্থন করেন। ফলে আতিশিকে সর্বসম্মতিক্রমে আপ বিধানসভার দলনেতা নির্বাচিত করা হয়।

বর্তমানে আতিশি দিল্লি সরকারের শিক্ষা ও জনকল্যাণ বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে আছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও রোডস স্কলার আতিশি দিল্লির স্কুলগুলিতে শিক্ষাব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করেছেন।

কালকাজি কেন্দ্র থেকে নির্বাচিত ৪৩ বছর বয়সী আতিশি মন্ত্রী হন মনীশ সিসোদিয়ার গ্রেফতারের পর, যাকে দিল্লির বাতিল হওয়া মদ নীতি সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয়েছিল। কেজরিওয়াল ও সিসোদিয়া কারাগারে থাকার সময়, আতিশিই পার্টির অবস্থান তুলে ধরতেন বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান ও সংবাদমাধ্যমে।

সুপ্রম কোর্টের নির্দেশে জামিন পাওয়ার পর কেজরিওয়াল বলেন, “দুই দিন পর, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। আমি জনগণের রায় না পাওয়া পর্যন্ত সেই চেয়ারে বসব না।” সূত্রের খবর, আপ নেতৃত্বের আতিশির উপর আস্থা দীর্ঘদিন ধরেই রয়েছে এবং তাঁর এই পদোন্নতি সেটিরই প্রমাণ।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version