Homeখবরদেশদেশে তৈরি অস্ত্র রফতানিতে রেকর্ড বৃদ্ধি, বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অবদান, লক্ষ্যপূরণ হল...

দেশে তৈরি অস্ত্র রফতানিতে রেকর্ড বৃদ্ধি, বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অবদান, লক্ষ্যপূরণ হল কি?

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগ সফল করতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে জোর দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি বেসরকারি পুঁজির বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলস্বরূপ, ঘরোয়া চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানিতে নতুন রেকর্ড গড়ছে ভারত।

রফতানিতে রেকর্ড বৃদ্ধি

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত ২৩,৬২২ কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানি করেছে, যা বিশ্বের ৮০টি দেশে পৌঁছেছে। এই রফতানির অঙ্ক গত অর্থবর্ষের (২০২৩-২৪) তুলনায় ১২ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষে রফতানির অঙ্ক ছিল ২১,০৮৩ কোটি টাকা।

লক্ষ্যপূরণে ঘাটতি

যদিও ২০২০ সালে ঘোষিত ‘প্রতিরক্ষা উৎপাদন ও রফতানি নীতি’ (ডিপিইপিপি) অনুযায়ী ২০২৫ সালের মধ্যে ৩৫ হাজার কোটি টাকার রফতানির লক্ষ্য ছিল, তবে তা পূরণে এখনও ঘাটতি রয়েছে। ঘাটতির পরিমাণ প্রায় ১১,৩৭৮ কোটি টাকা। মুদ্রাস্ফীতির হিসাব অনুযায়ী লক্ষ্যপূরণের ঘাটতি আরও বেশি বলে মনে করা হচ্ছে।

বেসরকারি খাতের বড় অবদান

প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে বেসরকারি সংস্থাগুলি ১৫,২০৯ কোটি টাকার অস্ত্র রফতানি করেছে, যা মোট রফতানির ৬৪ শতাংশ। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ৮,৩৮৯ কোটি টাকার অস্ত্র রফতানি করেছে, যা গত বছরের তুলনায় ৪২.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজারে ভারতীয় সামগ্রীর চাহিদা

বিশ্ব বাজারে ভারতীয় প্রতিরক্ষা সামগ্রীর গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে। প্রতিরক্ষা মন্ত্রক মনে করছে, আত্মনির্ভর ভারত উদ্যোগের সাফল্য ও স্থানীয় উৎপাদন বৃদ্ধির কারণে রফতানি বাড়ছে। প্রতিরক্ষা উৎপাদনকে আরো শক্তিশালী করতে সরকার ভবিষ্যতে নীতিগত পরিবর্তন আনবে বলে ইঙ্গিত দিয়েছে।

বিশ্বে প্রতিযোগিতামূলক ভারত

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব বাজারে ভারতীয় প্রতিরক্ষা সামগ্রীর চাহিদা বাড়ার পেছনে মানসম্পন্ন উৎপাদন ও প্রতিযোগিতামূলক মূল্য বড় ভূমিকা রাখছে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিরক্ষা খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ভবিষ্যতে রফতানিতে আরও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।