Homeখবরদেশঅজমেরে মালগাড়ি লাইনচ্যুত করার চেষ্টা, রেললাইনে ৭০ কেজির সিমেন্ট ব্লক রেখে পালাল...

অজমেরে মালগাড়ি লাইনচ্যুত করার চেষ্টা, রেললাইনে ৭০ কেজির সিমেন্ট ব্লক রেখে পালাল দুষ্কৃতীরা

প্রকাশিত

রাজস্থানের অজমের জেলায় একটি ভয়াবহ রেল দুর্ঘটনা এড়ানো গিয়েছে। মঙ্গলবার রাতে চলন্ত একটি মালগাড়ি রেললাইনে রাখা সিমেন্ট ব্লকের সঙ্গে ধাক্কা খায়। দুষ্কৃতীরা মালগাড়ি লাইনচ্যুত করার উদ্দেশ্যে রেললাইনে প্রায় ৭০ কেজি ওজনের দুটি সিমেন্ট ব্লক রেখে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডরের একটি রেললাইনে, যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ভারী মালগাড়ি চলাচল করে। উত্তর পশ্চিম রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “মালগাড়িটি সিমেন্ট ব্লকের সঙ্গে ধাক্কা খেলেও, কোনও বড় ক্ষতি বা লাইনচ্যুতির ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি এবং পুলিশকে জানানো হয়েছে।”

তদন্ত এবং পুলিশি পদক্ষেপ

এই ঘটনার পরপরই মাঙ্গলিয়াওয়াস থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রেলওয়ে আইন এবং সরকারি সম্পত্তি নষ্ট প্রতিরোধ আইনের অধীনে মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ এখন এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। রেললাইনের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঘটনার সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য নিয়ে খোঁজ চলছে।

পুলিশ এবং রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে প্রাপ্ত সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। একইসঙ্গে রেল কর্তৃপক্ষ পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডরের অন্যান্য অংশে সতর্কতা অবলম্বন করেছে।

পুনরাবৃত্তি

এই ঘটনার একদিন আগে কপুর এলাকায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যেখানে রেললাইনে একটি সিলিন্ডার রেখে মালগাড়ি লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। দুটি ঘটনাই রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় প্রশ্ন তুলে দিয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে যে তারা এই ধরনের ঘটনাগুলির পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেবে।

রেলওয়ে কর্মকর্তাদের উদ্বেগ

রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, রেললাইনে সিমেন্ট ব্লক বা সিলিন্ডার রাখা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। মালগাড়ির লাইনচ্যুতির ফলে শুধুমাত্র সম্পদের ক্ষতি নয়, অনেক মানুষের জীবনও বিপন্ন হতে পারে। রেলওয়ে বিভাগের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আর্জি জানানো হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জননিরাপত্তার জন্য হুমকি

এ ধরনের ঘটনা শুধুমাত্র রেলপথের সুরক্ষা নয়, বরং সামগ্রিক জননিরাপত্তার জন্য একটি বড় হুমকি সৃষ্টি করছে। যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে এই ধরনের ঘটনার পরিণতি আরও মারাত্মক হতে পারে বলে রেল কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ দেশজুড়ে বিভিন্ন স্টেশনে এবং রেলওয়ে ট্র্যাকে নজরদারি বাড়িয়েছে এবং সমস্ত কর্মী ও কর্মকর্তাদের আরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। স্থানীয় মানুষদেরও রেলপথে অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।