Home খবর দেশ পশ্চিমবঙ্গে কবে শুরু হবে বিশেষ ও নিবিড় সংশোধন (SIR)? সাংবাদিক বৈঠকে যা...

পশ্চিমবঙ্গে কবে শুরু হবে বিশেষ ও নিবিড় সংশোধন (SIR)? সাংবাদিক বৈঠকে যা জানাল কমিশন

EC press meet

ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (Special and Intensive Revision – SIR) নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। বিহারে এই প্রক্রিয়াকে ঘিরে বিতর্ক তৈরি হলেও, পশ্চিমবঙ্গে কবে থেকে এই সংশোধন শুরু হবে—তা নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল।

রবিবার দিল্লিতে  সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “পশ্চিমবঙ্গ বা অন্য যে কোনও রাজ্যে এসআইআর শুরু করার সিদ্ধান্ত আমরা তিনজন কমিশনার মিলে নেব। সঠিক সময়ে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।”

তিনি আরও স্পষ্ট করে আশ্বস্ত করেন, প্রমাণ ছাড়া কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। নির্বাচন কমিশন প্রত্যেক ভোটারের পাশে রয়েছে বলেই বার্তা দিয়েছেন জ্ঞানেশ কুমার।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আরও দুই নির্বাচন কমিশনার— সুখবির সিংহ সাঁধু এবং বিবেক জোশী। তাঁদের উপস্থিতিতেই জানানো হয়, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরুর দিনক্ষণ এখনও স্থির হয়নি।

রাজনৈতিক মহল মনে করছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে যে টানাপোড়েন চলছে, সেই পরিস্থিতিতে কমিশনের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থাকবে সবার নজর কমিশনের চূড়ান্ত ঘোষণার দিকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version