Homeখবরদেশবেঙ্গালুরুতে IT কর্মীদের বিক্ষোভ, "ওয়ার্ক-লাইফ ব্যালেন্স আমাদের অধিকার" দাবিতে সরব

বেঙ্গালুরুতে IT কর্মীদের বিক্ষোভ, “ওয়ার্ক-লাইফ ব্যালেন্স আমাদের অধিকার” দাবিতে সরব

প্রকাশিত

বেঙ্গালুরুতে রবিবার শতাধিক IT ও ITeS কর্মী Freedom Park-এ বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, “ওয়ার্ক-লাইফ ব্যালেন্স প্রতিটি কর্মীর অধিকার”, যা IT শিল্পে অবহেলিত হচ্ছে।

অতিরিক্ত কাজ ও মানসিক স্বাস্থ্য সংকট

কর্ণাটক স্টেট IT/ITeS এমপ্লয়িজ ইউনিয়ন (KITU)-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে কর্মীরা অভিযোগ করেন, অতিরিক্ত সময় ধরে কাজ করানো হলেও কোন অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না

একটি সমীক্ষার তথ্য তুলে ধরে তারা জানান, IT কর্মীদের ৭০% মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কর্মীদের উপর অবাস্তব ডেডলাইন, অনিয়ন্ত্রিত কর্মপরিবেশ এবং চরম স্ট্রেসের প্রভাব পড়ছে।

আইনে পরিবর্তন হলে সংকট আরও বাড়বে

সরকার কর্ণাটক Shops and Commercial Establishments Act, 1961-এ সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে, যা দৈনিক সর্বোচ্চ কর্মঘণ্টাকে ১২ থেকে ১৪ ঘণ্টায় বাড়ানোর সুপারিশ করছে।

বিক্ষোভকারী রাম কুমার, এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বলেন, “এই সংশোধনী কার্যকর হলে কর্মীদের কোনো বিকল্প থাকবে না, বাধ্য হয়েই কাজ করতে হবে।”

নারী কর্মীদের জন্য পরিস্থিতি আরও জটিল

KITU-এর সহ-সভাপতি রশ্মি চৌধুরী বলেন, “নারীদের IT শিল্প থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা কাজ করি, তারপরও ঘরে গিয়ে গৃহশ্রম করতে হয়। কর্পোরেট নেতারা যখন ৭০-ঘণ্টার কাজের সপ্তাহের পক্ষে কথা বলেন, তখন সেটাই স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “যদি সরকার হস্তক্ষেপ না করে, তাহলে এটাই আমাদের ভবিষ্যত হতে চলেছে।”

শ্রম আইনের দাবি

বিক্ষোভকারীরা সরকারের কাছে IT কর্মীদের জন্য সুনির্দিষ্ট শ্রম আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, কর্মীদের অধিকার সুরক্ষিত করা না হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।