Homeখবরদেশবিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব...

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

প্রকাশিত

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট শেষ হতেই প্রকাশিত হল এক্সিট পোল। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় এনডিএ (NDA)— অর্থাৎ বিজেপি (BJP)জেডিইউ (JDU) জোট—কে স্পষ্ট অগ্রগামী শক্তি হিসেবে দেখা যাচ্ছে।

২৪৩ আসনের বিধানসভায় ১২২টি আসন প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতার জন্য।
বেশিরভাগ জরিপের পূর্বাভাস অনুযায়ী, এনডিএর ঝুলিতে যেতে পারে ১৩৩ থেকে ১৬৭টি আসন, যা সরাসরি সরকার গঠনের রাস্তা খুলে দিচ্ছে নীতীশ কুমারের সামনে।

অন্যদিকে, মহাগঠবন্ধন (RJD–Congress–Left alliance) পিছিয়ে রয়েছে, তাদের প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে ৭০ থেকে ১০২-এর মধ্যে।

প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (JSP), যাকে অনেকেই “কিংমেকার” বলে আশা করছিলেন, তাদের ফলাফল নিয়ে হতাশা দেখা যাচ্ছে— অধিকাংশ জরিপে তাদের প্রাপ্ত আসন সংখ্যা ০ থেকে ৫

 বিভিন্ন এক্সিট পোলের ফল এক নজরে:

সংস্থাএনডিএমহাগঠবন্ধনজন সুরাজ পার্টিঅন্যান্য
Peoples Pulse133–15975–1010–5
Peoples Insight133–14887–1020–2
Matrize147–16770–900
Bhaskar145–16073–910–35–7
P-Marq142–16280–981–4

নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী?

সব এক্সিট পোলের ইঙ্গিত একটাই— নীতীশ কুমার আবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন।
তার মানে বিহারে এনডিএর স্পষ্ট প্রত্যাবর্তন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারের ভোটাররা স্থিতিশীলতা ও অভিজ্ঞ নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন।
এক বিশ্লেষকের বক্তব্য,

“নীতীশ কুমারের প্রশাসনিক দক্ষতা ও উন্নয়ন ভাবনা এবারও এনডিএ-কে এগিয়ে রেখেছে। আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন গ্রামীণ ভোটব্যাঙ্ক ধরে রাখতে পারেনি।”

 মহাগঠবন্ধন পিছিয়ে, জন সুরাজ প্রভাবহীন

তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন প্রথম দফার প্রচারে যথেষ্ট জমি তৈরি করলেও, শেষ পর্যন্ত ভোটব্যাঙ্ক টানতে ব্যর্থ হয়েছে বলে অনুমান।
এনডিএর তুলনায় অন্তত ৩০ থেকে ৫০ আসন পিছিয়ে পড়তে পারে তারা।

অন্যদিকে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি, যা প্রথমবার নির্বাচনী ময়দানে, প্রায় সব জরিপেই খাতা খোলার লড়াইয়ে দুর্বল।
তাদের সর্বাধিক অনুমানিত আসন সংখ্যা ৫, অনেক জরিপেই ‘০’।

ভোট শতাংশ ও গণনার দিন

মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ বিহারের সব ২৪৩টি আসনের ভোটগ্রহণ শেষ হয়।
ভারতের নির্বাচন কমিশনের (ECI) তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ভোটের হার দাঁড়িয়েছে ৬৭.৪%, যা বিগত বছরের তুলনায় সামান্য বেশি।

চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১৪ নভেম্বর, যখন সকাল ৮টা থেকে ৩৮টি জেলার গণনা কেন্দ্রগুলোতে ভোটগণনা শুরু হবে কঠোর নিরাপত্তার মধ্যে।

এনডিএর ধারাবাহিকতা বনাম মহাগঠবন্ধনের ভাঙন

বিশ্লেষকরা বলছেন, বিহারে এবার “স্থিতিশীলতা বনাম পরিবর্তন”-এর লড়াইয়ে স্থিতিশীলতাই জিততে চলেছে। এনডিএর উন্নয়নমূলক প্রচার, বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট, মহিলা কল্যাণ ও শিক্ষায় কাজ, ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

অন্যদিকে, আরজেডি ও কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজন এবং স্থানীয় পর্যায়ের সমন্বয়ের অভাব মহাগঠবন্ধনের ফলকে প্রভাবিত করেছে বলে অনুমান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

আরও পড়ুন

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।