Homeখবরদেশবিজেপি-কংগ্রেস-আপ, তিন দলের মুখেই শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির প্রশংসা  

বিজেপি-কংগ্রেস-আপ, তিন দলের মুখেই শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির প্রশংসা  

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: একটা সময়ে মনে প্রশ্ন জেগেছিল, শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে যে ভাবে রাজনৈতিক বক্তব্য রাখা হয়েছে, যে ভাবে শাসককুলের সমালোচনা করা হয়েছে, তাতে এই ছবিকে চলতে দেওয়া হবে তো? এখন তো মনে হচ্ছে শাহরুখ খানের পোয়া বারো।

যাদের সবচেয়ে বেশি ক্ষুব্ধ হওয়ার কথা, সেই বিজেপি তো ‘জওয়ান’ ছবির প্রশংসায় পঞ্চমুখ। বিজেপি বলেছে, কংগ্রেসি আমলের দুর্নীতি আর নীতি-পঙ্গুতার কথাই বলা হয়েছে ‘জওয়ান’ ছবিতে। ‘আপ’ বলেছে, ‘জওয়ান’ ছবিতে যে কথা বলা হয়েছে, সে কথা একমাত্র ‘আপ’ই বলে। আর কংগ্রেস প্রশ্ন তুলেছে, সরকারের সাহস আছে কি নতুন সংসদ ভবনে ‘জওয়ান’ ছবি দেখানোর।

‘জওয়ান’ ছবিতে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসি আমলের দুর্নীতি আর নীতি-পঙ্গুতা খোলাখুলি তুলে ধরার জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি টুইট করে (এখন ‘X’ নামে পরিচিত) বলেছেন, অ্যাটলি পরিচালিত ছবিটি ‘ইউপিএ সরকারের আমলে মর্মান্তিক রাজনৈতিক অতীত’ দর্শকদের স্মরণ করিয়ে দেয়।

“ওই যে শাহরুখ খান বলছেন, হম জওয়ান হ্যাঁয়, অপনি জান হজার বার দাঁও পর লগা সকতে হ্যাঁয়, লেকিন সির্ফ দেশ কে লিয়ে; তুমহারে জ্যায়সে দেশ বেচনে ওয়ালো কে লিয়ে হরগিজ নহি’, এ কথা তো গান্ধী পরিবারের জন্যই উপযুক্ত”, বলেছেন গৌরব ভাটিয়া।

‘জওয়ান’ চলচ্চিত্র নিয়ে তিন রাজনৈতিক দলের মধ্যে যখন ঠান্ডা যুদ্ধ চলছে, ঠিক সেই মুহূর্তে বিজেপি নেতার এই দীর্ঘ টুইট খুবই গুরুত্বপূর্ণ। ওই দীর্ঘ টুইটে কংগ্রেসি আমলে কত কৃষক আত্মহত্যা করেছে, নরেন্দ্র মোদী কৃষকদের জন্য কী করেছেন, তার ফিরিস্তি দিয়েছেন ওই নেতা। এর পাশাপাশি তিনি টেনে এনেছেন মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসের পর কংগ্রেস সরকার কী করেনি এবং পুলওয়ামা হামলার পর বিজেপি সরকার কী করেছে তার প্রসঙ্গ।

আপ কী বলছে

‘জওয়ান’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ‘আপ’ বলেছিল, শাহরুখ খানের জওয়ান ভোটারদের প্রশ্ন তুলতে বলছে; কেজরিওয়াল তো সেটাই করে চলেছেন।

বুধবার অরবিন্দ কেজরিওয়াল নিজে ‘জওয়ান’ প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “‘জওয়ান’ ছবিতে শাহরুখ রান বলেছেন ধর্ম ও জাতের ভিত্তিতে ভোট না দিতে। বরং ভোটারদের প্রার্থীকে প্রশ্ন করা উচিত তিনি ভালো শিক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত সাহায্যের ব্যবস্থা করতে পারবেন কিনা। আজ, একটাই দল আছে – আপ, যারা শিশুদের জন্য শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভোট চায়।”

কংগ্রেস কী বলছে

বিষয়বস্তুর জন্য বহু কংগ্রেস নেতা ‘জওয়ান’ ছবিটির প্রশংসা করেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানতে চেয়েছেন, নতুন সংসদ ভবনে সরকার ‘জওয়ান’ ছবিটি দেখাতে পারবে তো, যেমন দেখানো হয়েছিল ‘গদর’?

“কিছু দিন আগেই নতুন সংসদ ভবনে ‘গদর-২’ দেখানো হয়। এ ভাবেই ‘জওয়ান’ ছবি দেখানোর সাহস মোদী সরকারের আছে তো”, প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।