Homeখবরদেশমহুয়া মৈত্রের বিরুদ্ধে এ বার লোকপালে চিঠি বিজেপি সাংসদ দুবের

মহুয়া মৈত্রের বিরুদ্ধে এ বার লোকপালে চিঠি বিজেপি সাংসদ দুবের

প্রকাশিত

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার লোকপালে অভিযোগ জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, লোকপালে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, মহুয়ার বিরুদ্ধে সমস্ত অভিযোগের তথ্যপ্রমাণ তাঁর কাছে আছে। এর আগে তৃণমূল সাংসদেদর বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এবার চিঠি দিলেন লোকপালকেও। 

টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র, এই অভিযোগকে কেন্দ্র সরগরম দেশের রাজনীতি। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ আনছেন । 

লোকপালে নিশিকান্ত দুবে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আইনজীবী জয়অনন্ত দেহদ্রাইয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন তিনি। সেই চিঠিতে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের বিশদ বিররণ দেওয়া রয়েছে। তিনি লিখেছেন, ‘দেহদ্রাই চিঠিতে এই ঘুষের দেওয়ার বিষয়ে বিশদ বিবরণ দিয়েছেন। তাতে লেখা রয়েছে, কী ভাবে, কখন এবং কোথায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দর্শন হীরানন্দানির থেকে ২ কোটি টাকা ঘুষ নিয়েছেন। ’

লোকপালে এই চিঠি দেওয়া নিয়ে মহুয়ার মৈত্র এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। শনিবার এক্সে তিনি লিখেছেন, ‘এনআইসি সব তথ্য প্রকাশ করে দেখাক, যখন ব্যক্তিগত সচিব, গবেষক, ইন্টার্ন বা কর্মীরা সাংসদদের আইডি ব্যবহার করেন, তখন সেখানে তাঁরা উপস্থিত থাকেন। তা বলে ভুয়ো ডিগ্রিধারীদের ব্যবহার করবেন না। আসল সত্য প্রকাশ্যে আনুন।’

মাঠে মালব্য

মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দূরত্ব বজায় রাখছে তৃণমূল। তৃণমূল মখপাত্র কুণাল ঘোষ বলেন শনিবার, ‘যাকে কেন্দ্র করে বিষয়টা, আমার মনে হয়, তিনি বিষয়টা ভাল করে বলতে পারবেন।তৃণমূলের কোনও বক্তব্য এই মুহূর্তে নেই।’ 

এই দূরত্ব বজায় রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি এক্সে লিখেছেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে ত্যাগ করেছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে রক্ষা করবেন না, যিনি কম অপরাধী নন… বেশ কিছু টিএমসি নেতা গুরুতর দুর্নীতি এবং ফৌজদারি অভিযোগে কারাগারে রয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নীরবতা বজায় রেখেছেন।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।