Homeখবরদেশ২০১৯-এ ক্লিন সুইপ, ২০২৪-এ এই রাজ্যগুলিতে বড় ধাক্কা বিজেপির

২০১৯-এ ক্লিন সুইপ, ২০২৪-এ এই রাজ্যগুলিতে বড় ধাক্কা বিজেপির

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার চলছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটগণনা। সংসদের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচনী প্রবণতায়, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৬৫টি আসন নিয়ে এগিয়ে ছিল, সেখানে বিরোধীদের ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) ২৫৪টি আসন নিয়ে এগিয়ে ছিল। অর্থাৎ, ক্ষমতাসীন এনডিএ-কে সমানে টক্কর দিয়েছে বিরোধীদের ইন্ডিয়া।

সবচেয়ে মজার বিষয় হল, এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বেশিরভাগ রাজ্যে গত সাধারণ নির্বাচনের তুলনায় এনডিএ কোনো লিড পায়নি। এমন পরিস্থিতিতে গত নির্বাচনে বহু রাজ্যে ক্লিন সুইপ করা বিজেপি এবারের লোকসভা নির্বাচনে কয়েকটি রাজ্যে বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে।

২০১৯-এর ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, এনডিএ ৩৫৩টি আসন পেয়েছিল, যেখানে বিজেপি একাই ৩০৩টি আসন পেয়েছিল। এনডিএ উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৬৪টি, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ১৮টি, মহারাষ্ট্রে ৪৮-এর মধ্যে ৪১টি, বিহারে ৪০টি আসনের মধ্যে ৩৯টি, তামিলনাড়ুতে ৩৯-এর মধ্যে একটি, অরুণাচল প্রদেশে দুটির মধ্যে দুটি, অসমে ১৪টি আসনের মধ্যে নয়টি, চণ্ডীগড়ে একটির মধ্যে একটি, ছত্তীসঢের ১১টি আসনের মধ্যে নয়টি, দিল্লিতে সাতটি আসন, গোয়ায় দুটি আসনের মধ্যে একটি, গুজরাতের ২৬টি আসনই পেয়েছিল।

উল্লেখযোগ্য ভাবে, ১০টি আসনের হরিয়ানায় ১০টি, হিমাচল প্রদেশে চারটি আসনের চারটি, জম্মু ও কাশ্মীরে ছয়টি আসনের তিনটি, ঝাড়খণ্ডের ১৪টি আসনের ১২টি, কর্নাটকের ১৮টি আসনের ২৫টি, রাজস্থানের ২৫টি আসনের ২৫টি আসনে জিতেছিল এনডিএ। আর এ বার সেই পরিসংখ্যান অনেকটাই বদলে যেতে চলেছে বলে টের পাওয়া যাচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।