গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পর নিজেদের প্রচার থেকে ‘১০ মিনিটে ডেলিভারি’ সংক্রান্ত সমস্ত উল্লেখ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সরকারি সূত্র।
সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয় ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি ও জোম্যাটোর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ডেলিভারি কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি থেকে সরে আসার নির্দেশ দেন তিনি। মন্ত্রীর হস্তক্ষেপের পরই বিভিন্ন সংস্থা তাদের ডেলিভারি সময় সংক্রান্ত প্রতিশ্রুতি নতুন করে খতিয়ে দেখতে শুরু করেছে।
সূত্রের খবর, এই সিদ্ধান্তের অঙ্গ হিসেবে ব্লিঙ্কিট তাদের সব প্ল্যাটফর্ম থেকে ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন তুলে দিচ্ছে। একই সঙ্গে জোমাটো, সুইগি এবং জোমাটো-ও সরকারকে আশ্বাস দিয়েছে যে, বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ায় ডেলিভারি সময় সংক্রান্ত প্রতিশ্রুতি তুলে নেওয়া হবে।
এর আগেই গিগ ও প্ল্যাটফর্ম পরিষেবা কর্মী ইউনিয়ন নতুন বছরের প্রাক্কালে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল। তাদের অভিযোগ ছিল, ১০ মিনিটে ডেলিভারির মতো প্রতিশ্রুতি ডেলিভারি কর্মীদের রাস্তায় ঝুঁকি নিতে বাধ্য করছে। ইউনিয়নের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম আয় নিশ্চিত করা, আগের পেআউট কাঠামো ফেরানো এবং ইচ্ছামতো আইডি ব্লক বন্ধ করা। সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে গিগ কর্মীদের সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?


