Home খবর দেশ স্তন ক্যান্সার সচেতনতা বিজ্ঞাপনে ‘কমলা’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে দিল্লি...

স্তন ক্যান্সার সচেতনতা বিজ্ঞাপনে ‘কমলা’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে দিল্লি মেট্রো

0

দিল্লি মেট্রোতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে একটি বিজ্ঞাপন নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। যেখানে স্তনের পরিবর্তে ‘কমলা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটি ইন্টারনেটে সমালোচনার মুখে পড়েছে এবং অনেকেই এটিকে অনুপযুক্ত ও অসংবেদনশীল বলে মন্তব্য করেছেন।

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে। তাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি একটি ছবিতে বাসের মধ্যে এক মহিলাকে কমলা হাতে ধরে থাকতে দেখা যায়। বিজ্ঞাপনের ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘মাসে একবার কমলা পরীক্ষা করুন’’। এই বিজ্ঞাপনের মাধ্যমে স্তনে কোনরকম ফোলাভাব বা গঠনগত পরিবর্তন বোঝার জন্য নিয়মিত নিজস্ব পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রচারাভিযানটি ক্রিকেটার যুবরাজ সিংয়ের প্রতিষ্ঠিত ইউ উই ক্যান ফাউন্ডেশনের উদ্যোগে প্রচার করা হয়েছে।

একজন দিল্লি মেট্রো যাত্রী বিজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে বিজ্ঞাপনটির ভাষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘‘দেশ কী ভাবে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াবে, যদি আমরা স্তনকে তাদের আসল নামেই ডাকতে না পারি? দিল্লি মেট্রোতে এই বিজ্ঞাপনটি দেখলাম এবং খুবই অস্বস্তিকর লাগল। কমলা পরীক্ষা করুন? এই ধরনের প্রচার পরিকল্পনা তৈরি করে কারা, আর এগুলো অনুমোদন করে কারা? আমাদের কী এমন সব লোকজনের দ্বারা পরিচালিত হচ্ছে যারা এত বোকা যে এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে এসেছে? লজ্জাজনক এবং বিব্রতকর।’’

বিজ্ঞাপনটি শেয়ার করে যুবরাজ সিংকেও ট্যাগ করে ওই ব্যক্তি আবেদন করেন, ‘‘যদিও আপনার উদ্দেশ্য হয়তো সঠিক ছিল, আমি আপনাকে অনুরোধ করছি এই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলুন। এটি সত্যিই আপত্তিকর এবং অবিশ্বাস্য।’’

চেন্নাইয়ের বিশিষ্ট চিকিৎসক ডা. জাইসন ফিলিপও বিজ্ঞাপনটি সমালোচনা করে বলেন, ‘‘অক্টোবর মাস হল স্তন ক্যান্সার সচেতনতা মাস। দয়া করে চিকিৎসকদের সহযোগিতা করুন, যাতে অনাবশ্যক দুর্ভোগ এবং মৃত্যু রোধ করা যায়। স্তন ক্যান্সার ডায়াগনসিস এবং ম্যানেজমেন্ট প্রসঙ্গে ‘ব্রেস্ট’ শব্দটি উচ্চারণে কোনও সমস্যা নেই।’’

অনেকেই এক্স (আগের টুইটার)-এ বিজ্ঞাপনটির ভাষা নিয়ে কটাক্ষ করে একে “অসংবেদনশীল” এবং “রুচিহীন” বলে মন্তব্য করেছেন। তাঁদের দাবি, এমন তুলনা ক্যান্সারের মতো গুরুতর রোগকে তুচ্ছ করে তুলতে পারে এবং স্তন ক্যান্সারে আক্রান্তদের মানসিক ভাবে আঘাত করতে পারে।

এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই বিজ্ঞাপন থেকে কারও কিছুই বোঝার উপায় নেই, কেই হয়তো আরও খারাপ কিছু ভাবতেও পারেন। এর কোনও কার্যকরী উদ্দেশ্য নেই। বড় অক্ষরে ‘ব্রেস্ট ক্যান্সারের জন্য নিজেকে পরীক্ষা করুন’ লেখা থাকলে এটি আরও বেশি কার্যকর হতে পারত।’’

আরেকজন যোগ করেন, ‘‘এ ধরনের ভাষা ব্যবহার করে সচেতনতা বাড়ানো সম্ভব নয়। স্পষ্টতা শিখতে হবে, অস্পষ্টতা নয়। এই বিজ্ঞাপনটি সরিয়ে নিন এবং যিনি এটি তৈরি করেছেন তাঁকে বরখাস্ত করুন।’’

যদিও কিছু মানুষ এই বিজ্ঞাপনের লক্ষ্যকে সমর্থন করেছেন, তাদের মতে এটি একটি আকর্ষণীয় বার্তা তৈরি করেছে, যা স্তনের স্বাস্থ্য এবং স্ব-পরীক্ষা নিয়ে আলোচনার উৎসাহ জোগায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version