দিল্লির মুস্তাফাবাদে শনিবার ভোররাতে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। স্থানীয় সময় রাত প্রায় ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তা সন্দীপ লাম্বা। ধ্বংসস্তূপের নিচে আরও ৮-১০ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), দিল্লি ফায়ার সার্ভিস ও দিল্লি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িটিতে দুই পুত্রবধূ ও তাদের স্বামী থাকতেন। এক পুত্রবধূর তিন সন্তান এবং অপরজনেরও তিন সন্তান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে তাঁদের খোঁজ মিলছে না বলে উদ্বেগ প্রকাশ করেন পরিবারের এক সদস্য।
#WATCH | Latest visuals from the Mustafabad area of Delhi, where several people are feared trapped after a building collapsed today, early morning. Rescue operations underway. pic.twitter.com/X2sOUP9QLR
— ANI (@ANI) April 19, 2025
ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
আবহাওয়ার আচমকা পরিবর্তন
উল্লেখযোগ্যভাবে, শুক্রবার রাতেই দিল্লিতে আচমকা আবহাওয়া পরিবর্তন হয়। প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বয়ে যায় শহরের বিভিন্ন অংশে।
এই দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই মধু বিহার থানা এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের পাঁচিল ধসে পড়ে মৃত্যু হয় একজনের, আহত হন আরও দুইজন। ওই ঘটনাটিও প্রবল ধুলোর ঝড়ের সময় ঘটে বলে জানিয়েছিল পুলিশ।
#WATCH | Delhi: Sandeep Lamba, Additional DCP, North East District, says, " The incident took place at 3 am in the morning. 14 people were rescued, but four among them succumbed…it was a four-storey building…rescue operation is underway. 8-10 people are still feared trapped" https://t.co/lXyDvOqwSY pic.twitter.com/F1BTiUZYcp
— ANI (@ANI) April 19, 2025
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us