Homeখবরদেশদীপাবলির আনন্দে আঁধার: ‘কার্বাইড বন্দুক’ কী? কীভাবে চোখ নষ্ট করছে ভয়ানক এই...

দীপাবলির আনন্দে আঁধার: ‘কার্বাইড বন্দুক’ কী? কীভাবে চোখ নষ্ট করছে ভয়ানক এই বাজি

প্রকাশিত

দীপাবলির আলোতে যখন দেশজুড়ে উৎসবের আমেজ, তখনই অন্ধকার নেমে এসেছে এক ভয়ঙ্কর খেলার কারণে — ‘কার্বাইড বন্দুক’ বা ‘কার্বাইড গান’। মধ্যপ্রদেশে এই বাজির বিস্ফোরণে অন্তত ১৪টি শিশু চিরতরে চোখের দৃষ্টি হারিয়েছে, আর বাংলার মালদহেও একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি—১০ জন শিশুর চোখে গুরুতর আঘাত।

এই মারণ খেলনার ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে, অনেকেই তা অনুকরণে নিজেরাই বানিয়ে ফেলেছেন ঘরে বসেই। কিন্তু এর পিছনে যে ভয়ঙ্কর রসায়ন, তা কেউ ভাবেননি।

 কী এই কার্বাইড বন্দুক?

কার্বাইড বন্দুক (Carbide Gun) আসলে কোনও বৈধ বাজি নয়, এটি একটি রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট বিস্ফোরক খেলনা। এতে ব্যবহৃত হয়

  • ক্যালসিয়াম কার্বাইড (CaC₂) এবং
  • জল(H₂O)।

দুইয়ের সংস্পর্শে তৈরি হয় অ্যাসিটিলিন গ্যাস (C₂H₂), যা অত্যন্ত দাহ্য। যখন এই গ্যাস কোনও বন্ধ পাত্রে জমে গিয়ে হঠাৎ আগুন বা স্পার্কের সংস্পর্শে আসে, তখন এক প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।
এই শব্দকে অনেকেই বাজির বিকল্প আনন্দ হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, কিন্তু তা এক মারাত্মক ভুল।

 কীভাবে চোখের ক্ষতি করে?

চিকিৎসকদের মতে, কার্বাইড বন্দুক বিস্ফোরণের সময় শুধু শব্দই নয়, আশপাশে ছড়িয়ে পড়ে

  • গরম ধাতব বা প্লাস্টিকের টুকরো,
  • তীব্র গ্যাসীয় বাষ্প,
  • এবং জ্বলন্ত অ্যাসিটিলিন।

এগুলি চোখে লাগলে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি—

  1. চোখের রেটিনা পুড়ে যায়, ফলে স্থায়ী অন্ধত্ব হতে পারে।
  2. চোখের মণি ও কর্নিয়ায় জ্বালাপোড়া হয়।
  3. বিস্ফোরণের ধাক্কায় চোখের অভ্যন্তরীণ চাপ বেড়ে গিয়ে দৃষ্টি হারানোর সম্ভাবনা থাকে।

চক্ষু বিশেষজ্ঞ ডা. অমিতেন্দু সাহা বলেন, “অ্যাসিটিলিন গ্যাসের বিস্ফোরণ চোখে লাগলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টিশক্তি নষ্ট হয়। অনেক সময় চিকিৎসা করেও তা ফিরিয়ে আনা যায় না।”

বাস্তব উদাহরণ: মালদহের আকাশ ও কিশোর

১৩ বছরের আকাশ বিশ্বাস, গাজোলের বাসিন্দা। দীপাবলির দিন বন্ধুদের সঙ্গে কার্বাইড বন্দুক ফাটাতে গিয়ে চোখে গুরুতর আঘাত পেয়েছে।একইভাবে, হবিবপুরের কিশোর বিশ্বাস বলেন, “আমাদের গ্রামের একটি ছেলে বন্দুক বানিয়েছিল। আগুন ধরলে আমি নেভাতে গিয়েছিলাম। ভুলবশত হাত চোখে লেগে যায়, তারপর থেকেই ঝাপসা দেখি।”

চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধরনের ক্ষত চোখের রেটিনায় স্থায়ী দাগ ফেলে যায়, এবং অনেক ক্ষেত্রেই তা সারানো অসম্ভব।

 কেন এটি নিষিদ্ধ ও বিপজ্জনক

  • এটি আইনত বৈধ নয়, কারণ এতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ বিস্ফোরক শ্রেণিতে পড়ে।
  • এতে কোনও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে না—ফলে বিস্ফোরণের মাত্রা অনির্দেশ্য।
  • দুর্ঘটনায় অঙ্গহানি, মুখ ও চোখের বিকৃতি, শ্রবণক্ষতি হতে পারে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

আরও পড়ুন

ওলা-উবেরকে টক্কর দিতে আসছে সরকারের ‘ভারত ট্যাক্সি’! দেশের প্রথম সমবায় ভিত্তিক ক্যাব পরিষেবা

ওলা ও উবেরের আধিপত্যে এবার চ্যালেঞ্জ সরকারের নতুন উদ্যোগ ‘ভারত ট্যাক্সি’। চালকরা পাবেন পূর্ণ আয়ের মালিকানা, আর যাত্রীরা পাবেন সরকার-পর্যবেক্ষিত নিরাপদ ও স্বচ্ছ ট্যাক্সি পরিষেবা।

মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের রহস্যময় মৃত্যুতে কী কী অভিযোগ উঠছে?

মহারাষ্ট্রের সাতারা জেলায় সরকারি হাসপাতালের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। হাতের তালুতে লেখা নোটে দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের সাসপেনশন।

জুবিন গার্গের রহস্যময় মৃত্যুর তদন্তে বড় অগ্রগতি, সিঙ্গাপুর সফর শেষে গুরুত্বপূর্ণ নথি হাতে ফিরল অসম পুলিশের এসআইটি

অসমের প্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তে বড় সাফল্য দাবি এসআইটি-র। সিঙ্গাপুর সফরে ময়নাতদন্তের রিপোর্ট ও গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে দল, জানালেন তদন্তপ্রধান মুন্না প্রসাদ গুপ্তা।