Homeখবরদেশপ্রশ্ন ফাঁসের তদন্তভার হাত নিল সিবিআই, একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রশ্ন ফাঁসের তদন্তভার হাত নিল সিবিআই, একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রকাশিত

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-এ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI) একটি নতুন মামলা দায়ের করেছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে সিবিআই এই তদন্তের দায়িত্ব নিয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। রাজ্যগুলির দ্বারা গ্রেফতার করা অভিযুক্তদেরও সিবিআই হেফাজতে নেওয়া হবে বলে সূত্রে জানা গিয়েছে।

সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার পর, শনিবার কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের দায়িত্ব হস্তান্তর করার ঘোষণা করে শিক্ষামন্ত্রক। তার পরই সিবিআই এই মামলাটি গ্রহণ করে।

NEET-UG 2024 এর ফলাফল ৪ জুন ঘোষণা হওয়ার পর অনিয়ম, প্রতারণা, প্রতারণা ও অন্যান্য অপকর্মের অভিযোগ ওঠে। পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকেই দেশজুড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ চলছে। বিরোধী দলগুলিও জোরালো প্রতিবাদ জানিয়েছে। কেন্দ্র মোদী ৩.০ সরকার দায়িত্ব দেওয়ার পর বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।

পড়ুন: এ বার স্থগিত নিট-পিজি, চার দিনে তৃতীয় ধাক্কা খেল এনটিএ

শিক্ষার্থীরা দাবি করছে যে, শুধুমাত্র ১৫০০ জন শিক্ষার্থী নয়, বরং সকলের জন্য পরীক্ষাটি পুনরায় নেওয়া হোক। তবে, সরকার এই দাবি  মেনে নেয়নি এবং আজ ১,৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যারা প্রথমে গ্রেস মার্কস পেয়েছিল।

প্রাথমিক পরীক্ষা ৫ মে অনুষ্ঠিত হয়েছিল, যা দেশজুড়ে ২৪ লক্ষ শিক্ষার্থী নিয়েছিল।

ফলাফল ঘোষণার পর দেখা যায় যে ৬৭ জন শিক্ষার্থী অভূতপূর্ব ভাবে ৭২০/৭২০ নম্বর পেয়েছে। ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী গ্রেস মার্কস পেয়েছিল। এই ফলাফলের ফলে অস্বাভাবিকভাবে উচ্চ কাট-অফ শতাংশ দেখা যায়, যা শিক্ষার্থীদের মধ্যে কলেজে জায়গা পাওয়ার নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

প্রতিবাদ শুরু হওয়ার পর এবং তদন্ত চলাকালীন, বিহারে কয়েকজনকে গ্রেফতার করা হয়, যাঁরা পুলিশের কাছে প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেন। তাঁদের মধ্যে একজন, পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীষ যিনি দাবি করেন, তিনি পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র পেয়েছিলেন।

জাতীয় পরীক্ষামূলক সংস্থা বা NTA-এর প্রধান, যিনি এই পরীক্ষাটি পরিচালনা করেছিলেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।