Homeখবরদেশ'অগ্নিপথ' প্রকল্প কেন তৈরি করা হয়েছিল? রাহুল গান্ধীর চিঠির জেরে ব্যাখ্যা চিফ...

‘অগ্নিপথ’ প্রকল্প কেন তৈরি করা হয়েছিল? রাহুল গান্ধীর চিঠির জেরে ব্যাখ্যা চিফ অব ডিফেন্স স্টাফের

প্রকাশিত

নয়াদিল্লি: ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি। এ দিকে, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানের দাবি, বাহিনীতে যুবকদের উপস্থিতি বজায় রাখার জন্য অগ্নিপথ অন্যতম এক প্রধান সংস্কার।

প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুসাপে, রবিবার (২ জুন) ওড়িশায় অবস্থিত ভারতীয় নৌবাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস চিল্কায় আয়োজিত একটি অনুষ্ঠানে অগ্নিবীরদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, চিফ অফ ডিফেন্স স্টাফ চৌহান বলেন, “এর বাস্তবায়ন অগ্নিপথ প্রকল্পটি যুবকদের তিনটি পরিষেবায় প্রশিক্ষণ প্রদান করবে। এটি যুবদের উপস্থিতি বজায় রাখার এবং দক্ষ, সুশৃঙ্খল এবং অনুপ্রাণিত যুবকের মাধ্যমে জাতি গঠনের জন্য গৃহীত অন্যতম প্রধান সংস্কার।”

সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লিখেছিলেন। শনিবার (১ জুন) অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লিখে রাহুল গান্ধী বলেছিলেন, এই প্রকল্পের কারণে শহিদ সৈন্যদের পরিবারকে দেওয়া সুবিধার ক্ষেত্রে বৈষম্য রয়েছে। তিনি বলেন, “এই সমস্যাটি জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে।”

চিঠিতে রাহুল গান্ধী লেখেএন, “নিয়মিত সৈন্যদের তুলনায় আমাদের নিহত অগ্নিবীরদের পরিবারকে দেওয়া সুবিধার প্রকৃতি এবং পরিমাণে বৈষম্যগুলো অবিলম্বে সমাধানের প্রয়োজন।” তিনি আরও লেখেন, “এটা অন্যায়। এই কারণেই কংগ্রেস পার্টি এবং ‘ইন্ডিয়া’ জোটে আমাদের সহযোগীরা ‘অগ্নিপথ’ প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে এবং সরকার গঠন করলে এটি বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছে।”

চিঠিতে রাষ্ট্রপতির উদ্দেশে রাহুল গান্ধীর আবেদন, “আমি আপনাকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি। আমি একমত যে একজন রাষ্ট্রপতি সাধারণত নীতির বিষয়ে হস্তক্ষেপ করেন না, যা নির্বাচিত সরকারের আওতাধীন। যাইহোক, আমি বিশ্বাস করি বিষয়টির গুরুত্ব বিবেচনায় ব্যতিক্রম হতে পারে। আপনি ভারতের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার। আপনি ভারতের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার শপথ নিয়েছেন।”

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে সুযোগ-সুবিধা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। প্রাক্তন অগ্নিবীরদের জন্য বিএসএফে শূন্যপদ সংরক্ষণ, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় সংক্রান্ত একাধিক সংশোধনী এনেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ২০২২ সালের ১৪ জুন ঘোষণার পর থেকেই ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। ঘোষণার পর থেকে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে পরিকল্পনায় একাধিক বদল এনেছে কেন্দ্র।

অগ্নিবীর প্রকল্পের প্রারম্ভিক ঘোষণায় বলা হয়েছিল, চার বছরের মেয়াদ শেষে শুধুমাত্র ২৫ শতাংশকে প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ করা হবে। বাকি ৭৫ শতাংশের ভবিষ্যৎ অনিশ্চিত। চার বছর পর অবসরের সময় এককালীন একটা টাকা মিললেও পেনশন এবং অন্য সুবিধা পাবেন না তাঁরা। প্রশ্ন ওঠে, দেশের যুবকদের চাকরির বড়ো ভরসা হল ভারতীয় সেনা। কিন্তু চাকরির স্থায়িত্ব নিয়ে সংশয় থাকছে। চার বছর পর ঘরে ফেরত পাঠানো ৭৫ শতাংশ অগ্নিবীরের কী হবে? এর পর বিক্ষোভের জেরে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী এবং অসম রাইফেলসে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষণ করা হয়।

আরও পড়ুন: এক্সিট পোলের পূর্বাভাসে বিজেপির জয়ের ইঙ্গিত, রেকর্ড উচ্চতায় সেনসেক্স ও নিফটি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।