Homeখবরদেশআন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

প্রকাশিত

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কৃষকদের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব প্রিয়া রঞ্জন।

কৃষক নেতা জগজিৎ সিং দালেরওয়াল, যিনি নভেম্বর ২৬ থেকে অনশনরত, এবং সংযুক্ত কৃষাণ মোর্চা (অরাজনৈতিক) ও কৃষাণ মজদুর মোর্চার প্রতিনিধিদের সঙ্গে একটি প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকার বৈঠকের আমন্ত্রণ জানায়।

এই বৈঠকটি মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেক্টর-২৬, চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে থাকবে কৃষকদের দীর্ঘদিনের দাবিগুলি, বিশেষ করে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP)-এর আইনি গ্যারান্টি।

সরকারি চিঠিতে আমন্ত্রণ

প্রিয়া রঞ্জনের পক্ষ থেকে কৃষক প্রতিনিধিদের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক চিঠিতে বলা হয়েছে, “আপনাদের বৈঠকে যোগদানের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই বৈঠকটি চলমান আলোচনার একটি অংশ। এর আগে ১৫ ফেব্রুয়ারি, ২০২৪-এ চণ্ডীগড়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

এর আগে, সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারের কাছে কৃষক নেতা জগজিৎ সিং দালেরওয়ালের সম্পূর্ণ মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠায়। নভেম্বর ২৬ থেকে অনশনরত দালেরওয়ালের শারীরিক অবস্থার বিষয়ে এআইআইএমএসের মেডিকেল বোর্ডের মতামত চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে যে দালেরওয়ালের জন্য পর্যাপ্ত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা পাঞ্জাব সরকারের দায়িত্ব। আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২২ জানুয়ারি নির্ধারণ করেছে।

কৃষক নেতা দালেরওয়াল সংযুক্ত কৃষাণ মোর্চার (অরাজনৈতিক) আহ্বায়ক এবং খানৌরি সীমান্তে অনশনরত। তিনি এমএসপি-র (নূন্যতম সহায়ক মূল্য) আইনি গ্যারান্টিসহ কৃষকদের বিভিন্ন দাবির পক্ষে আন্দোলন চালাচ্ছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।