Homeখবরদেশআন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

প্রকাশিত

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কৃষকদের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব প্রিয়া রঞ্জন।

কৃষক নেতা জগজিৎ সিং দালেরওয়াল, যিনি নভেম্বর ২৬ থেকে অনশনরত, এবং সংযুক্ত কৃষাণ মোর্চা (অরাজনৈতিক) ও কৃষাণ মজদুর মোর্চার প্রতিনিধিদের সঙ্গে একটি প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকার বৈঠকের আমন্ত্রণ জানায়।

এই বৈঠকটি মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেক্টর-২৬, চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে থাকবে কৃষকদের দীর্ঘদিনের দাবিগুলি, বিশেষ করে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP)-এর আইনি গ্যারান্টি।

সরকারি চিঠিতে আমন্ত্রণ

প্রিয়া রঞ্জনের পক্ষ থেকে কৃষক প্রতিনিধিদের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক চিঠিতে বলা হয়েছে, “আপনাদের বৈঠকে যোগদানের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই বৈঠকটি চলমান আলোচনার একটি অংশ। এর আগে ১৫ ফেব্রুয়ারি, ২০২৪-এ চণ্ডীগড়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

এর আগে, সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারের কাছে কৃষক নেতা জগজিৎ সিং দালেরওয়ালের সম্পূর্ণ মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠায়। নভেম্বর ২৬ থেকে অনশনরত দালেরওয়ালের শারীরিক অবস্থার বিষয়ে এআইআইএমএসের মেডিকেল বোর্ডের মতামত চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে যে দালেরওয়ালের জন্য পর্যাপ্ত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা পাঞ্জাব সরকারের দায়িত্ব। আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২২ জানুয়ারি নির্ধারণ করেছে।

কৃষক নেতা দালেরওয়াল সংযুক্ত কৃষাণ মোর্চার (অরাজনৈতিক) আহ্বায়ক এবং খানৌরি সীমান্তে অনশনরত। তিনি এমএসপি-র (নূন্যতম সহায়ক মূল্য) আইনি গ্যারান্টিসহ কৃষকদের বিভিন্ন দাবির পক্ষে আন্দোলন চালাচ্ছেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।