Homeখবরদেশআরও উত্তপ্ত মণিপুর! ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

আরও উত্তপ্ত মণিপুর! ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

প্রকাশিত

মণিপুরের জিরিবাম জেলায় একের পর এক হিংসার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি বিশেষ দল খুব শীঘ্রই অশান্ত এলাকা পরিদর্শন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে টানা দু’দিন বৈঠক করেছেন।

গত বৃহস্পতিবার মণিপুরের ছয়টি থানা এলাকায় বিতর্কিত আইন আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট) পুনরায় কার্যকর করা হয়েছে। হিংসাত্মক ঘটনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মণিপুরে সম্প্রতি কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে পুরোনো সংঘাত আবার বাড়ছে। এক বছর আগে শুরু হওয়া এই লড়াই দুই সম্প্রদায়কে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। হিংসার প্রথম পর্বে জিরিবাম জেলায় সংঘাতের আঁচ পড়েনি। সম্প্রতি সেখানে নিরাপত্তা বাহিনী এবং কুকি জঙ্গিদের গুলি বিনিময় হয়।

জিরিবামে সম্প্রতি তিন নারী ও তিন শিশুকে অপহরণের পাঁচ দিন পর তাদের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় পুরো রাজ্যে বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদের সময় এক ২১ বছর বয়সি যুবক গুলিতে নিহত হন। প্রতিবাদকারীদের দাবি, পুলিশ গুলি চালানোর সময় ওই যুবকের মৃত্যু হয়।

অন্য একটি ঘটনায়, সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন কুকি জঙ্গি নিহত হয়েছে। নিহতদের “গ্রাম রক্ষী” বলে দাবি করে কুকি সম্প্রদায় হাসপাতাল ঘিরে বিক্ষোভ দেখিয়েছে।

রাজনৈতিকভাবে মণিপুরের পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিজেপি সরকারকে সমর্থন করা ন্যাশনাল পিপলস পার্টি (NPP) তাদের সমর্থন প্রত্যাহার করেছে। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সরকার সংকট মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে বিজেপি এবং শরিক দলগুলির বিধায়কদের জরুরি বৈঠকে ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।