ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সরেন ৩০ আগস্ট রাঁচিতে বিজেপিতে যোগ দিতে চলেছেন। অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপির ঝাড়খণ্ড নির্বাচনের সহ-পর্যবেক্ষক হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেছেন। সোমবার সমাজমাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে চম্পাই সরেনের একটি ছবি শেয়ার করে এই তথ্য প্রকাশ করেন।
শর্মা তাঁর পোস্টে লেখেন, “ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের এক বিশিষ্ট আদিবাসী নেতা চম্পাই সরেন জি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৩০ আগস্ট রাঁচিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন।”
সম্প্রতি চম্পাই সরেনের দলবদলের জল্পনা শুরু হয়েছিল যখন তিনি ১৮ আগস্ট কিছু বিধায়কের সঙ্গে দিল্লি সফর করেন। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন।
জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা) নেতা চম্পাই সরেন মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন, যখন হেমন্ত সরেনকে তহবিল তছরূপ মামলায় ইডি গ্রেফতার করেছিল। তবে হেমন্ত সরেন জামিন পাওয়ার পর চাম্পাই সরেন ৩ জুলাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এই পদত্যাগের পেছনে চম্পাই সরেনের অসন্তোষ স্পষ্ট ছিল।
বিশ্বস্ত সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে হেমন্ত সরেনকে আবার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ায় চাম্পাই নিজেকে ‘অপমানিত’ অনুভব করেছিলেন। চম্পাই সরেন একজন আদিবাসী নেতা এবং সরেন পরিবারের প্রতি দীর্ঘদিনের আনুগত্য রেখেছেন। কিন্তু এই ঘটনার পর তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে।
জেএমএমের বিদ্রোহী প্রার্থী লোবিন হেমব্রমও জানিয়েছেন যে, চম্পাই সরেন বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন এবং তিনি ‘পরিবারতন্ত্র’ বিরোধী রাজনৈতিক অবস্থানে রয়েছেন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us