Homeখবরদেশদুর্নীতির মামলায় ধৃত চন্দ্রবাবু নায়ডু, ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে

দুর্নীতির মামলায় ধৃত চন্দ্রবাবু নায়ডু, ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক:  দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নায়ডুকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল বিজয়ওয়াড়ার অ্যান্টি করাপশন ব্যুরো আদালত। একটি দুর্নীতির ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রবিবার সকাল ৬টায় সিআইডি নান্দিয়ালা শহরের জ্ঞানাপুরমে আরকে ফাংশন হল থেকে গ্রেফতার করা হয়।

ইতিমধ্যে চন্দ্রবাবুকে গ্রেফতারের প্রতিবাদে তেলুগু দেশম পার্টি সোমবার রাজ্য জুড়ে বন্‌ধ ডেকেছে। বন্‌ধ সফল করার জন্য দলের সভাপতি কে অতচননায়ডু এক বিবৃতিতে রাজ্যের সাধারণ মানুষ ও দলের কর্মীদের প্রতি আবেদন জানিয়েছেন। অতচননায়ডুর অভিযোগ, “সিআইডি রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির হয়ে কাজ করছে।”

ওদিকে চন্দ্রবাবুর গ্রেফতারিকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় তার জন্য রাজ্য প্রশাসন সারা রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি করেছে।

রবিবার সকাল ১০টা নাগাদ চন্দ্রবাবুকে আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি এবং টিডিপি প্রধানের কৌঁসুলির বক্তব্য শোনেন বিচারক হিমা বিন্দু। তিনি টিডিপি প্রধানকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।

এক পুলিশ আধিকারিক জানান, ১০ ঘণ্টা ধরে জেরা করার পরে চন্দ্রবাবু নায়ডুকে মেডিক্যাল পরীক্ষা করার জন্য বিজয়ওয়াড়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর রবিবার সক্কালে তাঁকে সিট অফিসে নিয়ে যাওয়া হয়।

এর আগে শনিবার অন্ধ্রপ্রদেশের সিআইডি জানায়, ৩৭১ কোটি টাকার স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় প্রথম অভিযুক্ত চন্দ্রবাবু নায়ডু। সিআইডির বক্তব্য, তিনিই হলেন মূল ষড়যন্ত্রী।            

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।