Homeখবরদেশচন্দ্রযান ৩: রোভার ‘প্রজ্ঞান’ পেলোড নিয়ে ৮ মিটার হাঁটল

চন্দ্রযান ৩: রোভার ‘প্রজ্ঞান’ পেলোড নিয়ে ৮ মিটার হাঁটল

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: চন্দ্রযান ৩-এর রোভার ‘প্রজ্ঞান’ সফল ভাবে ৮ মিটার হাঁটল। সেই সময় এর পেলোড চালিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার ইসরো টুইট করে এ কথা জানিয়েছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) টুইটারে পোস্ট করে জানিয়েছে, “রোভারের সমস্ত পরিকল্পিত চলাচল পরীক্ষা করে দেখা হয়েছে। রোভার অত্যন্ত সফল ভাবে ৮ মিটার দূরত্ব অতিক্রম করেছে। তার দুটি পেলোড এলআইবিএস (LIBS) এবং এপিএক্সএস (APXS) চালিয়ে দেওয়া হয়েছিল।” অর্থাৎ পেলোড নিয়ে ৮ মিটার হেঁটেছে ‘প্রজ্ঞান’।  

“প্রপালশন মডিউলে সমস্ত পেলোড, ল্যাণ্ডার মডিউল এবং রোভার কাজ করে চলেছে”, জানিয়েছে ইসরো।

আলফা পার্টিকল্‌ এক্সরে স্পেকট্রোমিটারের (এপিএক্সএস, APXS) লক্ষ্য হল চাঁদের ভূপৃষ্ঠের রাসায়নিক ও খনিজ গঠন সম্পর্কে সিদ্ধান্ত করা। এবং দ্য লেসার- ইনডিউসড্‌ ব্রেকডাউন স্পেকট্রোস্কোপের (এলআইবিএস, LIBS) কাজ হল চাঁদের মাটির এবং চন্দ্রযান যেখানে নেমেছে তার আশপাশের পাথরে বিভিন্ন মৌলিক পদার্থ কতটা আছে তা নিরূপণ করার চেষ্টা করা। এই মৌলিক পদার্থগুলির মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্যালসিয়াম, টাইটিয়াম এবং আয়রন (লোহা)।

বৃহস্পতিবার ইসরো জানিয়েছিল, ওই দিনই ল্যান্ডারের পেলোড ইলসা (ILSA), রম্ভা (RAMBHA) এবং চেস্ট (ChaSTE) চালিয়ে দেওয়া হয়। এর মধ্যে ইলসা যেখানে চন্দ্রযান নেমেছে তার আশপাশের এলাকার ভূকম্পনজনিত কার্যকলাপ নিরূপণ করবে। রম্ভা চাঁদকে ঘিরে প্লাজমা পরিপার্শ্ব নিয়ে পরীক্ষানিরীক্ষা করবে। আর চন্দ্রা’স সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট (চেস্ট ChaSTE) চাঁদের ভূপৃষ্ঠের তাপ-সংক্রান্ত গুণাবলি নির্ণয় করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।