Homeখবরদেশরাজ্যসভায় কংগ্রেস সাংসদের আসনে নোটের বান্ডিল, তদন্তের নির্দেশ

রাজ্যসভায় কংগ্রেস সাংসদের আসনে নোটের বান্ডিল, তদন্তের নির্দেশ

প্রকাশিত

রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসনে নগদ টাকা পাওয়ার ঘটনায় শুক্রবার জোর চাঞ্চল্য। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, বৃহস্পতিবার অধিবেশন মুলতুবির পর সুরক্ষা কর্মীরা সিংভির আসন থেকে নগদ টাকা উদ্ধার করেন।

শুক্রবার সকাল ১১ টা ১৩ মিনিটে রাজ্যসভায় বিষয়টি জানান চেয়ারম্যান জগদীপ ধনখড়।  চেয়ারম্যান বলেন,  নিয়মমাফিক তল্লাশি শেষে ২২২ নম্বর আসন থেকে ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। তাই আইনি পদ্ধতিতে গোটা ঘটনার তদন্ত হবে। এই আসনটি আপাতত তেলঙ্গনা থেকে নির্বাচিত সদস্য সিংঘভিকে বরাদ্দ করা আছে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিংভি নিজেও।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই বিষয়ে কোনও আপত্তি না জানালেও তদন্ত চলাকালীন সাংসদের নাম উল্লেখ করায় চেয়ারম্যানের সমালোচনা করেন তিনি। খাড়গে বলেন, “যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে এবং ওই ঘটনার সত্যতা নির্ধারিত হচ্ছে, ততক্ষণ কোনও সদস্যের নাম করা উচিত নয়”।

অভিষেক মনু সিংভি বিষয়টি অস্বীকার করে জানান, নিজের জীবনে এ ধরনের ঘটনা প্রথম শুনছেন। তিনি বলেন, তিনি রাজ্যসভায় যাওয়ার সময় মাত্র ৫০০ সঙ্গে রাখেন। সিংভি আরও বলেন, গতকাল তিনি মাত্র তিন মিনিট রাজ্যসভায় ছিলেন এবং পরে ক্যান্টিনে গিয়ে আধ ঘণ্টা কাটিয়েছেন। তিনি এই ঘটনাকে সম্পূর্ণ অযৌক্তিক ও অস্বাভাবিক বলে মন্তব্য করেন। তাঁর  কথায়, “রাজ্যসভা অধিবেশনে গেলে আমি নিজের সঙ্গে ৫০০ টাকার একটি নোট রাখি। বৃহস্পতিবার আমি বেলা ১২টা ৫৭ মিনিটে সংসদে পৌঁছই। ১টা থেকে অধিবেশন শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত ক্যান্টিনে বসেছিলাম। তার পর ফিরে আসি”।

এই ঘটনায় রাজ্যসভায় শাসক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপি সভাপতি জেপি নড্ডা এই ঘটনাকে রাজ্যসভার মর্যাদার জন্য অপমানজনক বলেছেন। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী দাবি করেন, চেয়ারম্যান অপেক্ষা করেছিলেন কেউ যদি টাকা দাবি করেন। যখন কেউ দাবি করেনি, তখন বিষয়টি সভায় তোলা হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।