সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরই প্রথা অনুযায়ী প্রধান অতিথি নির্বাচন করা হয়। চলতি বছরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টা আল সিসিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০২১ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রধান অতিথি নির্বাচন করা হয়েছিল। তবে কোভিড মহামারির কারণে সফর স্থগিত হয়। ২০২২ সালেও একই কারণে প্রধান অতিথি কেউ আসেননি। তার আগের ১০ বছর অবশ্য কোনো না কোনো দেশ থেকে প্রধান অতিথিরা সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১. ২০২০ সালের ভারতের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো।
২. ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে সিরিল রামাফোসাকে প্রধান অতিথি নির্বাচন করা হয়েছিল।
৩. ২০১৮ সালে সাধারণতন্ত্র দিবস উদযাপন ঐতিহাসিক ছিল। কারণ আসিয়ানভুক্ত ১০টি দেশের রাষ্ট্রপ্রধানরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন।
৪. ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরশাহীর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধান অতিথি হিসাবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৫. ২০১৬ সালে ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রান্সোইস ওল্যান্ড প্রধান অতিথি ছিলেন।
৬. ২০১৫ সালে প্রধান অতিথি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি বারাক ওবামা।
৭. ২০১৪ সালে সাধারণতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে।
৮. ২০১৩ সালে ভুটানের কিং জিগমে খেসার নামগিয়েল ওয়াংচাক ছিলেন সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি।
৯. ২০১২ সালে দেশের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
১০. ২০১১ সালে প্রধান অতিথি হয়ে এ দেশে এসেছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুসিলো বামবাং যুধোইয়োনো।