Homeখবরদেশ৩৭০ ধারা বাতিলের পর প্রথম জম্মু ও কাশ্মীর নির্বাচনে কংগ্রেস-এনসি জোটের দাপট

৩৭০ ধারা বাতিলের পর প্রথম জম্মু ও কাশ্মীর নির্বাচনে কংগ্রেস-এনসি জোটের দাপট

প্রকাশিত

জম্মু ও কাশ্মীরের ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স (এনসি) জোট এগিয়ে রয়েছে। দুপুর ১টা পর্যন্ত, কংগ্রেস-এনসি জোট ৫২টি আসনে এগিয়ে ছিল। এটি ২০১৪ সালের পর প্রথম বিধানসভা নির্বাচন এবং ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর রাজ্যে প্রথম নির্বাচন।

অন্যদিকে, বিজেপি ২৭টি আসনে এগিয়ে রয়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে। পিডিপি ২০১৪ সালের নির্বাচনের পর বিজেপির সঙ্গে জোট করেছিল, তবে ২০১৮ সালে এই জোট ভেঙে যায়।

এছাড়াও, ৯টি আসনে নির্দল প্রার্থীরা শক্তিশালী অবস্থানে রয়েছে।

কংগ্রেস-এনসি জোটে কংগ্রেসের অবস্থা তুলনামূলক দুর্বল। ৩৯টি আসনে লড়াই করে কংগ্রেস মাত্র ৮টিতে এগিয়ে আছে। অন্যদিকে, এনসি ৫৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩টি আসনে এগিয়ে রয়েছে। ২০১৪ সালের নির্বাচনে এনসি মাত্র ১৫টি আসন পেয়েছিল।

তবে এবার জোর ধাক্কা খেয়েছে পিডিপি। দলটি ২০১৪ সালে ২৮টি আসন পেয়েছিল, কিন্তু এবার মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে।

কংগ্রেস ও বিজেপি প্রায় তাদের পুরনো ফলাফলের কাছাকাছি এগোচ্ছে, যেখানে কংগ্রেস ১২টি এবং বিজেপি ২৫টি আসনে এগিয়ে।

হরিয়ানায় বড় জয় নিয়ে হ্যাটট্রিকের পথে বিজেপি, আত্মবিশ্বাসে ধাক্কা কংগ্রেসের

এখনও পর্যন্ত ঘোষিত ভাবে, এনসি ও বিজেপি নির্বাচনে প্রথম জয়লাভ করেছে। এনসি-র নজির আহমদ খান ও সালমান সাগর যথাক্রমে গুরেজ ও হাজারতবল আসনে জয়ী হয়েছেন, অন্যদিকে বিজেপির রণবীর পাঠানিয়া ও দর্শন কুমার উদমপুর পূর্ব ও বসোলি আসনে জয়ী হয়েছেন।

এই নির্বাচনে ৯০টি নির্বাচিত আসন এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কর্তৃক মনোনীত ৫টি আসনের মধ্যে লড়াই চলছে। নির্বাচনের পূর্বাভাস অনুযায়ী, কংগ্রেস-এনসি জোটের সামান্য এগিয়ে থাকার সম্ভাবনা ছিল। তিনটি এক্সিট পোলের গড় ফলাফল অনুযায়ী কংগ্রেস-এনসি ৪৩টি আসন, বিজেপি ২৬টি আসন এবং পিডিপি ৪ থেকে ১২টি আসন পেতে পারে।

এক্সিট পোলের হিসাব অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে একটি ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে, যেখানে সরকার গঠনের জন্য ৪৬টি আসন প্রয়োজন। তবে, বর্তমান ফলাফল অনুযায়ী কংগ্রেস-এনসি জোট কোনো সমস্যা ছাড়াই সরকার গঠনের দাবি জানাতে পারবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।