Home খবর দেশ টিভি চ্যানেলে একজিট পোল নিয়ে বিতর্কে যোগ দেবে না কংগ্রেস

টিভি চ্যানেলে একজিট পোল নিয়ে বিতর্কে যোগ দেবে না কংগ্রেস

0

খবর অনলাইন ডেস্ক: শনিবার শেষ দফার ভোটের পরেই টিভি চ্যানেলগুলিতে শুরু হয়ে যাবে একজিট পোল তথা বুথফেরত সমীক্ষা নিয়ে বিতর্ক। ইতিমধ্যে কংগ্রেস জানিয়ে দিয়েছে, একজিট পোল নিয়ে কোনো টিভি বিতর্কে তারা যোগ দেবে না।

একজিট পোল তথা বুথফেরত সমীক্ষা হল ভোট দিয়ে বেরিয়ে আসার পরে ভোটাররা যা বলেন তার ভিত্তিতে নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে একটা ধারণা মিডিয়াতে প্রচার করা। শনিবার সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত এই প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশন জানিয়ে দিয়েছে, সন্ধে সাড়ে ৬টার পর একজিট পোলের ফল প্রচার করা যেতে পারে। সুতরাং আগামীকাল সন্ধের পরেই টিভি চ্যানেলগুলিতে একজিট পোলের ফল প্রচার করা শুরু হবে।

এরই প্রেক্ষিতে শুক্রবার কংগ্রেস ঘোষণা করেছে, কোনো টিভি চ্যানেলে একজিট পোল নিয়ে কোনো বিতর্ক বা আলোচনায় তারা যোগ দেবে না। দলের মুখপাত্র পবন খেরা বলেছেন, দল ঠিক করেছে ৪ জুন ভোটের প্রকৃত ফল প্রকাশের আগে তারা কোনো রকম সম্ভাবনা, অনুমান নিয়ে আলোচনায় যাবে না।

পবন খেরা তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, “ভোটাররা ভোট দিয়েছেন এবং তাঁদের রায় সুনিশ্চিত করা হয়েছে। ৪ জুন ফল বেরোবে। তার আগে টিআরপির জন্য আমরা কোনোরকম অনুমানে প্রশ্রয় দেওয়ার বা লড়াইয়ে নামার কোনো কারণ দেখছি না। একজিট পোল কোনো বিতর্কে ভারতের জাতীয় কংগ্রেস যোগ দেবে না। যে কোনো বিতর্কের উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে অবহিত করা। ৪ জুনের পরে যে কোনো বিতর্কে আমরা খুশি মনে যোগ দেব।”

পরে সংবাদসংস্থা এএনআই-কে কংগ্রেসের মুখপাত্র বলেন, “অনুমান করার কী যুক্তি? চ্যানেলগুলোর টিআরপি বাড়ানোর জন্য অর্থহীন অনুমানে আমরা যাব কেন? বেশ কিছু শক্তি আছে যারা বেটিং-এ জড়িয়ে। আমরা তার অংশ হব কেন? প্রতিটি মানুষ জানে সে কাকে ভোট দিয়েছে। দলগুলো ৪ জুন জানতে পারবে তারা কত ভোট পেল? আমরা অনুমান করব কেন? ৪ জুনের পর ইন্ডিয়া জোট সরকার গড়বে।”

আরও পড়ুন

শনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক

কলকাতার দুটি লোকসভা আসনের জন্য ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

লোকসভা নির্বাচনের প্রচার শেষ, শনিবার শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্র-সহ ৫৭টি আসনে ভোট 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version