Homeখবরদেশটিভি চ্যানেলে একজিট পোল নিয়ে বিতর্কে যোগ দেবে না কংগ্রেস

টিভি চ্যানেলে একজিট পোল নিয়ে বিতর্কে যোগ দেবে না কংগ্রেস

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: শনিবার শেষ দফার ভোটের পরেই টিভি চ্যানেলগুলিতে শুরু হয়ে যাবে একজিট পোল তথা বুথফেরত সমীক্ষা নিয়ে বিতর্ক। ইতিমধ্যে কংগ্রেস জানিয়ে দিয়েছে, একজিট পোল নিয়ে কোনো টিভি বিতর্কে তারা যোগ দেবে না।

একজিট পোল তথা বুথফেরত সমীক্ষা হল ভোট দিয়ে বেরিয়ে আসার পরে ভোটাররা যা বলেন তার ভিত্তিতে নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে একটা ধারণা মিডিয়াতে প্রচার করা। শনিবার সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত এই প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশন জানিয়ে দিয়েছে, সন্ধে সাড়ে ৬টার পর একজিট পোলের ফল প্রচার করা যেতে পারে। সুতরাং আগামীকাল সন্ধের পরেই টিভি চ্যানেলগুলিতে একজিট পোলের ফল প্রচার করা শুরু হবে।

এরই প্রেক্ষিতে শুক্রবার কংগ্রেস ঘোষণা করেছে, কোনো টিভি চ্যানেলে একজিট পোল নিয়ে কোনো বিতর্ক বা আলোচনায় তারা যোগ দেবে না। দলের মুখপাত্র পবন খেরা বলেছেন, দল ঠিক করেছে ৪ জুন ভোটের প্রকৃত ফল প্রকাশের আগে তারা কোনো রকম সম্ভাবনা, অনুমান নিয়ে আলোচনায় যাবে না।

পবন খেরা তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, “ভোটাররা ভোট দিয়েছেন এবং তাঁদের রায় সুনিশ্চিত করা হয়েছে। ৪ জুন ফল বেরোবে। তার আগে টিআরপির জন্য আমরা কোনোরকম অনুমানে প্রশ্রয় দেওয়ার বা লড়াইয়ে নামার কোনো কারণ দেখছি না। একজিট পোল কোনো বিতর্কে ভারতের জাতীয় কংগ্রেস যোগ দেবে না। যে কোনো বিতর্কের উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে অবহিত করা। ৪ জুনের পরে যে কোনো বিতর্কে আমরা খুশি মনে যোগ দেব।”

পরে সংবাদসংস্থা এএনআই-কে কংগ্রেসের মুখপাত্র বলেন, “অনুমান করার কী যুক্তি? চ্যানেলগুলোর টিআরপি বাড়ানোর জন্য অর্থহীন অনুমানে আমরা যাব কেন? বেশ কিছু শক্তি আছে যারা বেটিং-এ জড়িয়ে। আমরা তার অংশ হব কেন? প্রতিটি মানুষ জানে সে কাকে ভোট দিয়েছে। দলগুলো ৪ জুন জানতে পারবে তারা কত ভোট পেল? আমরা অনুমান করব কেন? ৪ জুনের পর ইন্ডিয়া জোট সরকার গড়বে।”

আরও পড়ুন

শনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক

কলকাতার দুটি লোকসভা আসনের জন্য ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

লোকসভা নির্বাচনের প্রচার শেষ, শনিবার শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্র-সহ ৫৭টি আসনে ভোট 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।

‘আনন্দের শহরে’ দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্তুতি চলছে জোরকদমে: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: রবিবার হয়ে গেল মহালয়া। পিতৃপুরুষদের তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল পিতৃপক্ষের।...

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধাননগরের ইজ়েডসিসি-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন তিনি। ২০২১-এর আগে মোদী ও ২০২৩-এ শাহ করেছিলেন পুজো উদ্বোধন।

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

আরও পড়ুন

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।