Home খেলাধুলো ফুটবল ইউরো কাপ ২০২৪: এই নিয়ে তৃতীয়বার জার্মানির মাটিতে হতে চলেছে প্রতিযোগিতা

ইউরো কাপ ২০২৪: এই নিয়ে তৃতীয়বার জার্মানির মাটিতে হতে চলেছে প্রতিযোগিতা

0
ওলিম্পিয়াস্টাডিওন বার্লিন।

খবর অনলাইন ডেস্ক: পুরো নাম ২০২৪ উয়েফা (ইউইএফএ) ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে উয়েফা ইউরো ২০২৪ নামেই বেশি পরিচিত। কিংবা আরও সংক্ষেপে সহজ ভাবে যাকে বলা যায় ইউরো ২০২৪। ১৯৬০-এ শুরু হয়েছিল উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ বছর তার সপ্তদশ সংস্করণ।

ইউরো কাপ ২০২৪-এর খেলা শুরু হচ্ছে ১৪ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই বার্লিনের ওলিম্পিয়াস্টাডিওন-এ।  

জার্মানির মাটিতে এই নিয়ে তৃতীয়বার ইউরো কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। জার্মানি প্রথম ইউরো কাপের ম্যাচ আয়োজন করে ১৯৮৮-তে, অষ্টম উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু তখন সেটা ছিল পশ্চিম জার্মানি। এর পর ২০২০-তে ইউরো কাপের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ইউরোপের ১১টি দেশের ১১টি শহরে উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। এর মধ্যে জার্মানির মিউনিখ শহরে ৪টি ম্যাচের আয়োজন করা হয়।

এর পর এই ২০২৪। এই নিয়ে তৃতীয়বার জার্মানিতে ইউরো কাপের খেলা হচ্ছে। একক দেশ হিসাবে ঐক্যবদ্ধ জার্মানি এই প্রথম উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করার অধিকার পেল।

কী ভাবে জার্মানি আয়োজক দেশ হল

২০২৪-এর ইউরো কাপ আয়োজন করার ইচ্ছা কোন কোন দেশের রয়েছে তা ২০১৭-এর ৩ মার্চের মধ্যে উয়েফা-কে (ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস) জানানোর নির্দেশ দেওয়া হয়। ওই বছরের ৮ মার্চ উয়েফা জানায়, মাত্র দুটি দেশ, জার্মানি আর তুরস্ক ইউরো কাপ ২০২৪ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।  

আয়োজক দেশ কে হবে তা ঠিক হল উয়েফা কর্মসমিতির সদস্যদের গোপন ব্যালটে। কর্মসমিতির সদস্যসংখ্যা ২০। এর মধ্যে জার্মানির প্রতিনিধি রাইনহার্ড গ্রিন্ডেল এবং তুরস্কের প্রতিনিধি সারভেদ ইয়ারদিমসি ভোট দিতে পারবেন না। অসুস্থতার জন্য সুইডেনের প্রতিনিধি লার্স-খ্রিস্টার ওলসোন ভোট দিতে পারবেন না বলে জানিয়ে দেন। ১৭ জন সদস্য ভোটের দিন ছিলেন। ১২ জন জার্মানির পক্ষে ভোট দেন, ৪ জন দেন তুরস্কের পক্ষে। ১ জন ভোটদানে বিরত থাকেন। এ ভাবেই আয়োজক দেশ হিসাবে জার্মানি নির্বাচিত হয়।

জার্মানির কোন কোন শহরে খেলা হবে

জার্মানির ১০টি শহরে ইউরো কাপ ২০২৪-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি শহরে ২০০৬-এর বিশ্বকাপ ফুটবলের খেলা হয়েছিল। এর সঙ্গে নতুন যোগ হল ডুসেলডর্ফের ডুসেলডর্ফ আরেনা। আর যে স্টেডিয়ামগুলিতে ম্যাচ হবে সেগুলি হল বার্লিনের ওলিম্পিয়াস্টাডিওন বার্লিন, কোলোনের কোলোন স্টেডিয়াম, ডর্টমুন্ডের বিভিবি স্টাডিওন ডর্টমুন্ড, ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট আরেনা, গেলসেনকিরখেনের আরেনা আউফশালকে, হামবুর্গের ফক্‌সপার্কস্টাডিওন হামবুর্গ, লাইপৎসিগের লাইপৎসিগ স্টেডিয়াম, মিউনিখের মিউনিখ ফুটবল আরেনা এবং স্টুটগার্টের স্টুটগার্ট আরেনা।       

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version