Homeখবরদেশসুপ্রিম কোর্টে স্বস্তি রণবীর ইলাহাবাদিয়ার! ফের চালাতে পারবেন পডকাস্ট

সুপ্রিম কোর্টে স্বস্তি রণবীর ইলাহাবাদিয়ার! ফের চালাতে পারবেন পডকাস্ট

প্রকাশিত

রণবীর ইলাহাবাদিয়ার জন্য বড় স্বস্তি! সুপ্রিম কোর্ট সোমবার ইউটিউবারের পডকাস্ট নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে যে তিনি “নৈতিকতা ও শালীনতা বজায় রাখার শর্তে” তাঁর অনুষ্ঠান চালাতে পারবেন।

সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, “তিনি বলেছেন যে তাঁর অধীনে অনেক কর্মচারী রয়েছেন, যার ফলে অনেক পরিবারের জীবিকা নির্ভরশীল। নৈতিকতা ও শালীনতা বজায় রাখার শর্তে, যদি তিনি অনুষ্ঠান চালাতে চান, তবে আমরা অনুমতি দিতে পারি”।

‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে অশ্লীল মন্তব্যের কারণে ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রণবীরকে কোনো নতুন অনুষ্ঠান সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে তাকে গ্রেফতারের হাত থেকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। কারণ মহারাষ্ট্র, রাজস্থান এবং অসম পুলিশের দায়ের করা একাধিক এফআইআরের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

তবে আদালত রণবীরের ভাষা ব্যবহার নিয়ে কঠোর মনোভাব দেখিয়ে জানিয়েছে যে বাকস্বাধীনতার সীমাবদ্ধতা রয়েছে এবং অশ্লীল ভাষা ব্যবহার করা হাস্যরস নয়। এ ব্যাপারে আদালতের মন্তব্য, “আমাদের দেশে বলিউডের অসাধারণ কৌতুকশিল্পী ও দক্ষ লেখক রয়েছেন, যাঁরা সৃজনশীলতার মাধ্যমে রসবোধ সৃষ্টি করেন”।

বেঞ্চ জানিয়েছে, “মৌলিক অধিকারের পাশাপাশি দায়িত্বও থাকে। দেশ মৌলিক অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়, তবে কিছু দায়িত্বও রয়েছে”।

আদালতে রণবীরের পক্ষ থেকে আইনজীবী অভিনব চন্দ্রচূড় তাঁর মক্কেলের পডকাস্ট চালানোর অনুমতি চেয়ে যুক্তি দেন, “তাঁর অনেক কর্মচারী রয়েছেন। এটি কৌতুক নয়, এটি তাঁর জীবিকা। আমি স্বীকার করছি যে তাঁর হাস্যরসের বোধ নেই, তবে তিনি শুধু মানুষের সাক্ষাৎকার নেন।”

অন্যদিকে, যিনি কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, রণবীর দোষী এবং কিছু সময়ের জন্য তাঁকে নীরব থাকার পরামর্শ দেন।

এদিকে, আদালত জানায় যে তারা “নিয়ন্ত্রক ব্যবস্থার নামে সেন্সরশিপ” করতে চায় না, তবে এটিও বলেছে যে “সবকিছুই উন্মুক্তভাবে চলতে পারে না।”

শীর্ষ আদালত কেন্দ্রকে অনলাইন মিডিয়া কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করার অনুরোধ জানিয়েছে, যেখানে সেন্সরশিপ পুরোপুরি আরোপ না করেও নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়।

আদালত জানিয়েছে, “আমরা চাই কেন্দ্রীয় সরকার এগিয়ে আসুক। দেখা যাক, কিছু নিয়ম তৈরি করা যায় কি না। সব স্টেকহোল্ডারদের আলোচনা করার জন্য আনা যেতে পারে, জনসাধারণের মতামত নেওয়া যেতে পারে। আসুন আলোচনার জন্য বসি”।

এই মামলায় রণবীর ইলাহাবাদিয়া এবং ইউটিউবার আশিস চঞ্চলানির করা একাধিক এফআইআর একত্রিত করার আবেদনও শুনানি করেছে সুপ্রিম কোর্ট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।