Homeখবরদেশঘূর্ণিঝড় দানা: বৃহস্পতিবার রাতে ওড়িশায় ল্যান্ডফলের সম্ভাবনা, উড়ান স্থগিত কলকাতা বিমানবন্দরে

ঘূর্ণিঝড় দানা: বৃহস্পতিবার রাতে ওড়িশায় ল্যান্ডফলের সম্ভাবনা, উড়ান স্থগিত কলকাতা বিমানবন্দরে

প্রকাশিত

বুধবার মধ্যরাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এবং ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।

ওড়িশার উপকূলীয় জেলাগুলির প্রায় ১০ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন, কারণ ঘূর্ণিঝড় ‘দানা’ বৃহস্পতিবার রাতে রাজ্যের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই তীব্রতর হয়ে প্রবল ঝড়ে পরিণত হয়েছে এবং এর গতিবেগ ১২০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। এর ফলে ওড়িশার প্রায় অর্ধেক জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সাড়ে ৫টার রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ওড়িশার ধামরা থেকে ২৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৩৫০ কিমি দক্ষিণে অবস্থান করছিল। ঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ওড়িশার ভিতরকণিকা ন্যাশনাল পার্ক এবং ধামরা বন্দরের মধ্যবর্তী অঞ্চলে।

আইএমডি পশ্চিমবঙ্গের জন্যও সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সতর্কতা হিসেবে, কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এবং ভুবনেশ্বর বিমানবন্দরে এ দিন বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত উড়ান বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে দুই প্রতিবেশী রাজ্যের প্রায় ২০০টি ট্রেন বাতিল করা হয়েছে।ওড়িশায় বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিবিরে ১.১৪ লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।