Homeখবরদেশঘূর্ণিঝড় 'দানা' আরও কাছে, নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ১০ লক্ষ মানুষকে

ঘূর্ণিঝড় ‘দানা’ আরও কাছে, নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ১০ লক্ষ মানুষকে

প্রকাশিত

নয়াদিল্লি: দেশের পূর্ব উপকূলে আসন্ন ঘূর্ণিঝড় ‘দানা’-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতির শঙ্কায় বৃহস্পতিবার প্রায় ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, বিমানবন্দর ও রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে, পাশাপাশি উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা।

বৃহস্পতিবার ওড়িশায় ঘূর্ণিঝড় দানা আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ১০০-১১০ কিমি। ১৯৯৯ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে এ বার যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে। ওড়িশা সরকারের বিপর্যয় মোকাবিলা সংস্থা আগেভাগেই ৫,০০০টির বেশি আশ্রয় শিবির স্থাপন করেছে, যেখানে বাসিন্দাদের নিরাপদে রাখা হয়েছে।

শিয়ালদহ। ছবি: রাজীব বসু

ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে, কিছু এলাকায় অতি ভারী বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। সমুদ্রে ঝুঁকি থাকায় মৎসজীবীদের কাজ বন্ধ রাখা হয়েছে। কলকাতা এবং ভুবনেশ্বর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল প্রায় ৩০০ বিমান। ভারতীয় রেলওয়ে ৫০০টির বেশি ট্রেন বাতিল করেছে। রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হচ্ছে প্রায় ৫৫০টি ট্রেন।

আসন্ন ঘূর্ণিঝড়ের ফলে ওড়িশার প্রায় ৪ কোটি ২০ লক্ষ জনসংখ্যার প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, যাঁরা সমুদ্র উপকূলে কাঁচা ঘরে বসবাস করেন তাঁদের জন্য এটি আরও বিপজ্জনক। তবে ১৯৯৯ সালের ঘূর্ণিঝড়ে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই শিক্ষার ফলে এখন ওড়িশা রাজ্য অনেক বেশি প্রস্তুত। সরকারের গৃহীত পদক্ষেপগুলির মধ্যে রয়েছে ঝড় মোকাবিলার জন্য আশ্রয়কেন্দ্র তৈরি, দ্রুত সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং দ্রুত উদ্ধার কার্যক্রম। একই ভাবে যাবতীয় প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও।

হাওড়া। ছবি: রাজীব বসু

বৃহস্পতিবার ভারতীয় নৌবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে জনজীবন যাতে সম্পূর্ণরূপে বিপর্যস্ত না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানায়, শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় ‘দানা’। এ দিন মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা মাঝে আছড়ে পড়তে পারে সেটি। 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।