Homeখবরদেশদিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়, আপের ১০ বছরের একচ্ছত্র আধিপত্যে ইতি!

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়, আপের ১০ বছরের একচ্ছত্র আধিপত্যে ইতি!

প্রকাশিত

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে শনিবার। দুপুরের আগেই স্পষ্ট হয়ে উঠছে বিজেপি-র বিপুল জয়ের ছবি। ভোটগণনার প্রবণতা অনুযায়ী, দিল্লির মসনদে ফিরে আসতে চলেছে বিজেপি, যা ২৭ বছর পর তাদের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) টানা তৃতীয়বার সরকার গঠনের লড়াইয়ে কার্যত ব্যর্থ।

গত ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে ১৩,৭৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। ৬৯৯ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণে ভোট দেন ১.৫৫ কোটি যোগ্য ভোটারের মধ্যে ৬০.৫৪ শতাংশ। এ দিন ভোটগণণায় দেখা যাচ্ছে, আপ-এর তারকা প্রার্থীদের মধ্যে অরবিন্দ কেজরীওয়াল নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। তাঁকে হারালেন বিজেপির প্রবেশ সিংহ। তাঁদের ভোটের ব্যবধান ৩,১৮২। শকুর বস্তী কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। বিজেপির কর্নেল সিংহ ওই কেন্দ্রে জিতে গিয়েছেন। জংপুরা কেন্দ্র থেকে মণীশ সিসৌদিয়া পরাজিত হয়েছেন। বিজেপির জয়ী প্রার্থী তরবিন্দর সিংহের সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৬০০-র কাছাকাছি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৫টিতে এগিয়ে অথবা জয়ী বিজেপি। 

দিল্লির রাজনীতিতে গত এক দশক ধরে আপের একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। অন্য দিকে, ১৯৯৮ সালের পর থেকে দিল্লির ক্ষমতা থেকে বাইরে ছিল বিজেপি। তারাই এ বার ফের সরকার গঠনের পথে। কংগ্রেস যারা ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত টানা ১৫ বছর দিল্লি শাসন করলেও এ বারের নির্বাচনে আবারও শূন্য হাতে ফিরতে চলেছে বলে ইঙ্গিত মিলছে।

রাজনৈতিক মহলের মতে, এই নির্বাচন আপের শাসন মডেলের ওপর একপ্রকার গণভোট হিসেবে দেখা হচ্ছিল। কেজরিওয়াল সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও শাসনব্যবস্থাকে সামনে রেখে তারা টানা তৃতীয়বার জয়ের চেষ্টা করেছিল। কিন্তু বিজেপি তাদের ২৫ বছরের শাসনবিহীন অধ্যায় শেষ করার লক্ষ্যে মরিয়া চেষ্টা চালায় এবং শেষমেশ সাফল্য পেতে চলেছে।

ভোটপ্রচারে আগুন ঝরিয়েছিল তিন প্রধান দল— বিজেপি, আপ ও কংগ্রেস। ৩ ফেব্রুয়ারি প্রচারের সমাপ্তি হলেও তার আগে পর্যন্ত একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচার চালিয়েছে সব দল। ভোটের প্রচারে উঠে এসেছে ‘শীশ মহল’ বিতর্ক, যমুনার জল দূষণ, ভোটার তালিকা কারচুপির অভিযোগের মতো নানা ইস্যু। এছাড়াও, শাসনব্যবস্থা, আইনশৃঙ্খলা, মহিলা সুরক্ষা এবং বিনামূল্যে বিভিন্ন পরিষেবার প্রতিশ্রুতি নিয়ে ছিল প্রবল আলোচনাও ছিল।

অন্য দিকে, কংগ্রেসের জন্য এ বারের নির্বাচন ছিল রাজনৈতিকভাবে পুনরুত্থানের শেষ সুযোগের মতো, কিন্তু প্রবণতা বলছে, তারা ফের বড় ধাক্কা খেতে চলেছে।

ওয়াকবহাল মহলের মতে, দিল্লির রাজনৈতিক মানচিত্র বদলের ইঙ্গিত দিয়ে বিজেপির জয় প্রায় নিশ্চিত, যা রাজধানীর আগামী রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।