Homeখবরদেশউমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

প্রকাশিত

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার পিছনে কথিত বৃহত্তর ষড়যন্ত্র সংক্রান্ত মামলায় সোমবার গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই মামলায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামকে জামিন দেওয়া যাবে না। তবে একই মামলায় অভিযুক্ত গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা উর রহমান, মহম্মদ সলিম খান এবং শাদাব আহমদকে জামিন মঞ্জুর করেছে আদালত।

বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। আদালতের পর্যবেক্ষণ, উমর খালিদ ও শারজিল ইমাম এই মামলায় “গুণগত ভাবে সম্পূর্ণ আলাদা অবস্থানে” রয়েছেন। তদন্তকারী সংস্থার দাবি ও মামলার নথিপত্র অনুযায়ী, অভিযুক্ত অপরাধে তাঁদের ভূমিকা ছিল “কেন্দ্রীয়”।

শীর্ষ আদালত স্বীকার করেছে, দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকার বিষয়টি গুরুত্বহীন নয়। তবে আদালতের মতে, এই দীর্ঘ কারাবাস সংবিধানের নির্দেশ লঙ্ঘন করে না এবং প্রযোজ্য আইনের অধীনে থাকা আইনগত বাধাও (স্ট্যাচুটরি এমবার্গো) অতিক্রম করার মতো যথেষ্ট কারণ নয়।

রায়ের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কর্ণাটকের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে শাসক শিবিরকে কটাক্ষ করে বলেন, “এটাই ‘বিকশিত ভারত’—যেখানে প্রতিবাদ করলেই জেলে যেতে হয়, আর ধর্ষণে অভিযুক্তরা সহজেই জামিন পেয়ে যায়।” সমাজমাধ্যমে করা এক পোস্টে তিনি গুরমিত রাম রহিম, আসারাম বাপু এবং কুলদীপ সিং সেঙ্গারের নাম উল্লেখ করেন।

অন্যদিকে, উমর খালিদের বাবা এস কিউ আর ইলিয়াস আদালতের সিদ্ধান্ত প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে বলেন, তাঁর বলার মতো কিছু নেই।

দিল্লি দাঙ্গায় নিহত রাহুল সোলাঙ্কির বাবা হরি সোলাঙ্কি বলেন, “উমর খালিদ ও শারজিল ইমামকে জামিন না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। কিন্তু পাঁচ জন অভিযুক্তকে জামিন দেওয়া মানে দাঙ্গায় যাঁরা পরিবার হারিয়েছেন, তাঁদের কাছে এক ধরনের মৃত্যুদণ্ডের সমান। আমরা চাই, দোষীদের এমন শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর এমন দাঙ্গা না হয়।”

বিজেপি সাংসদ বিবেক ঠাকুর বলেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর দাবি, আদালত স্পষ্ট করেছে যে উমর খালিদ ও শারজিল ইমাম ছিলেন এই মামলার কেন্দ্রীয় চরিত্র এবং দাঙ্গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা রায়কে স্বাগত জানিয়ে বলেন, “আজ বলা যায় ‘সত্যমেব জয়তে’। ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর পোস্টার বয় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ হয়েছে। আদালত বলেছে, দিল্লির দাঙ্গা স্বতঃস্ফূর্ত ছিল না, ছিল সংগঠিত ও পরিকল্পিত। কংগ্রেস এত দিন যাঁদের রক্ষা করেছে, আজ তাদের ক্ষমা চাওয়া উচিত।”

এই রায়ের পর দিল্লি দাঙ্গা মামলা ঘিরে রাজনৈতিক তরজা ও বিতর্ক আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

ভোররাতে কেঁপে উঠল অসম, মরিগাঁওয়ে ৫.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ অঞ্চলে

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: ভোরের নীরবতা ভেঙে সোমবার কেঁপে উঠল অসম। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ...