Homeখবরদেশদিল্লির ৪০টি স্কুলে ই-মেলে বোমার 'ভুয়ো' হুমকি, প্রেরককে খুঁজছে পুলিশ

দিল্লির ৪০টি স্কুলে ই-মেলে বোমার ‘ভুয়ো’ হুমকি, প্রেরককে খুঁজছে পুলিশ

প্রকাশিত

দিল্লি: রবিবার রাতে ই-মেইলের মাধ্যমে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমার হুমকি ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সোমবার সকালে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের তৎপরতার পরে জানা যায়, হুমকিটি ভুয়ো। দিল্লি পুলিশের আধিকারিক সঞ্জয় ত্যাগী আশ্বস্ত করে জানিয়েছেন, “স্কুল ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালাবে।”

সঞ্জয় ত্যাগী আরও জানান, ই-মেইলের উৎস খুঁজে বের করে প্রেরকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার রাত ১১টা ৩৮ মিনিটে পাঠানো ই-মেইলে দাবি করা হয়, স্কুল ভবনগুলিতে একাধিক বোমা পুঁতে রাখা হয়েছে। ই-মেইলে বলা হয়, “বোমাগুলি ছোট এবং খুব ভালোভাবে লুকিয়ে রাখা হয়েছে।” হুমকিদাতা ৩০,০০০ ডলার দাবি করে জানিয়েছেন, “বোমাগুলি বিল্ডিংয়ের বড় ক্ষতি না করলেও অনেক মানুষ আহত হবে।”

সোমবার সকালে, জিডি গোয়েঙ্কা স্কুল, পশ্চিম বিহার এবং ডিপিএস আরকে পুরম-সহ ৪৪টি স্কুলে বোমা হুমকির খবর পাওয়া যায়। শিক্ষার্থীদের দ্রুত বাড়ি পাঠানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল এবং সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আরকে পুরম থেকে প্রথম ফোন আসে।

দিল্লি ফায়ার সার্ভিস, ডগ স্কোয়াড, বোমা শনাক্তকরণ দল এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তবে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাবদিহি দাবি করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “দিল্লির আইনশৃঙ্খলার এমন অবস্থা আগে কখনও দেখা যায়নি। অমিত শাহজি-কে দিল্লির মানুষের কাছে জবাব দিতে হবে।”

দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতশী এবং আপ নেতা মণীশ সিসোদিয়া কেন্দ্রীয় সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ করেছেন। সিসোদিয়া বলেন, “আমাদের বাচ্চারা নিরাপদ নয়। কেন্দ্রীয় সরকার দিল্লিতে ভয়ের পরিবেশ তৈরি করেছে।”

অক্টোবর মাসে রোহিনির প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। এর পরেই আরও একটি ই-মেইল হুমকি আসে সিআরপিএফ স্কুলগুলিতে। সেই ঘটনাগুলিও পরে ভুয়ো বলে প্রমাণিত হয়।

দিল্লি পুলিশ এই ই-মেইলের আইপি ঠিকানা ট্র্যাক করার কাজ চালাচ্ছে এবং প্রেরককে চিহ্নিত করার চেষ্টা করছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...