Homeখবরদেশদিল্লির ৪০টি স্কুলে ই-মেলে বোমার 'ভুয়ো' হুমকি, প্রেরককে খুঁজছে পুলিশ

দিল্লির ৪০টি স্কুলে ই-মেলে বোমার ‘ভুয়ো’ হুমকি, প্রেরককে খুঁজছে পুলিশ

প্রকাশিত

দিল্লি: রবিবার রাতে ই-মেইলের মাধ্যমে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমার হুমকি ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সোমবার সকালে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের তৎপরতার পরে জানা যায়, হুমকিটি ভুয়ো। দিল্লি পুলিশের আধিকারিক সঞ্জয় ত্যাগী আশ্বস্ত করে জানিয়েছেন, “স্কুল ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালাবে।”

সঞ্জয় ত্যাগী আরও জানান, ই-মেইলের উৎস খুঁজে বের করে প্রেরকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার রাত ১১টা ৩৮ মিনিটে পাঠানো ই-মেইলে দাবি করা হয়, স্কুল ভবনগুলিতে একাধিক বোমা পুঁতে রাখা হয়েছে। ই-মেইলে বলা হয়, “বোমাগুলি ছোট এবং খুব ভালোভাবে লুকিয়ে রাখা হয়েছে।” হুমকিদাতা ৩০,০০০ ডলার দাবি করে জানিয়েছেন, “বোমাগুলি বিল্ডিংয়ের বড় ক্ষতি না করলেও অনেক মানুষ আহত হবে।”

সোমবার সকালে, জিডি গোয়েঙ্কা স্কুল, পশ্চিম বিহার এবং ডিপিএস আরকে পুরম-সহ ৪৪টি স্কুলে বোমা হুমকির খবর পাওয়া যায়। শিক্ষার্থীদের দ্রুত বাড়ি পাঠানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল এবং সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আরকে পুরম থেকে প্রথম ফোন আসে।

দিল্লি ফায়ার সার্ভিস, ডগ স্কোয়াড, বোমা শনাক্তকরণ দল এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তবে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাবদিহি দাবি করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “দিল্লির আইনশৃঙ্খলার এমন অবস্থা আগে কখনও দেখা যায়নি। অমিত শাহজি-কে দিল্লির মানুষের কাছে জবাব দিতে হবে।”

দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতশী এবং আপ নেতা মণীশ সিসোদিয়া কেন্দ্রীয় সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ করেছেন। সিসোদিয়া বলেন, “আমাদের বাচ্চারা নিরাপদ নয়। কেন্দ্রীয় সরকার দিল্লিতে ভয়ের পরিবেশ তৈরি করেছে।”

অক্টোবর মাসে রোহিনির প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। এর পরেই আরও একটি ই-মেইল হুমকি আসে সিআরপিএফ স্কুলগুলিতে। সেই ঘটনাগুলিও পরে ভুয়ো বলে প্রমাণিত হয়।

দিল্লি পুলিশ এই ই-মেইলের আইপি ঠিকানা ট্র্যাক করার কাজ চালাচ্ছে এবং প্রেরককে চিহ্নিত করার চেষ্টা করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...