Homeখবরদেশজনগণনা এবার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ, নিজেই তথ্য আপলোড করতে পারবেন পোর্টাল...

জনগণনা এবার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ, নিজেই তথ্য আপলোড করতে পারবেন পোর্টাল বা অ্যাপে

প্রকাশিত

ভারতের অষ্টম জনগণনার প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সদ্য জারি হওয়া গেজেট বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের ১ মার্চকে ‘রেফারেন্স ডেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই দিন ভারতে বসবাসকারী মোট জনসংখ্যার নিরিখে সেন্সাসের চূড়ান্ত হিসাব তৈরি হবে। তবে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এবার একাধিক নতুন সংযোজন— যার মধ্যে অন্যতম নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য আপলোডের সুযোগ।

সরকারি তথ্য অনুযায়ী, এবার আর শুধুমাত্র জনগণনা কর্মীর ওপর নির্ভর নয়। কোনও নাগরিক চাইলে বাড়ি বসেই নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য আপলোড করতে পারবেন। এই তথ্য আপলোড করা যাবে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (RGI)-র নির্ধারিত পোর্টাল বা অ্যাপে। পরিবারে কারও মৃত্যু, অথবা ঠিকানা পরিবর্তন হলেও সেই তথ্য নিজেই সংশোধন করতে পারবেন নাগরিকেরা। সরকারের মতে, এতে যেমন সময় ও খরচ বাঁচবে, তেমনই ৩৪ লক্ষ কর্মী ও ১.৩ লক্ষ আধিকারিকের বিশাল কর্মযজ্ঞ আরও মসৃণভাবে পরিচালনা করা যাবে।

২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘হাউজ লিস্টিং’ অর্থাৎ দেশের ঘরবাড়ির পরিসংখ্যান সংগ্রহ। এরপর শুরু হবে ‘পপুলেশন ইনিউমারেশন’ পর্যায়, যেখানে নাগরিকদের বয়স, লিঙ্গ, ধর্ম, শিক্ষা, পেশা-সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। সবশেষে ২০২৭ সালের মার্চ-এপ্রিল নাগাদ প্রকাশিত হবে চূড়ান্ত সেন্সাস রিপোর্ট।

তবে এই গেজেট বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জনগণনায় জাতির ভিত্তিতে তথ্যান্বেষণ— অর্থাৎ ‘কাস্ট সেন্সাস’— নিয়ে একটিও শব্দ নেই এই নোটিফিকেশনে। অথচ ২০২৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জাতিগণনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। ৩০ এপ্রিল একটি বিবৃতিতেও সে কথা জানানো হয়েছিল। এই বিষয়টিকেই হাতিয়ার করে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ কটাক্ষ করে বলেন, “মোদীজি কি আবার ইউ-টার্ন নিলেন?” তিনি পরামর্শ দিয়েছেন, কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মতো জাতিগণনার স্পষ্ট মডেল অনুসরণ করা উচিত কেন্দ্রের।

যদিও ৪ জুন প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছিল, সেন্সাসে জাতিগত তথ্য অন্তর্ভুক্ত করা হবে। তবু সরকারিভাবে জারি হওয়া গেজেট বিজ্ঞপ্তিতে এই প্রসঙ্গের অনুপস্থিতি ফের নতুন করে বিতর্ক তৈরি করেছে।

আপাতত অপেক্ষা, সরকার কবে নাগরিকদের জন্য সেই নির্দিষ্ট পোর্টাল বা অ্যাপ চালু করে। আর তার আগেই রাজনৈতিক তরজা নতুন মাত্রা নিচ্ছে— এই জনগণনাকে কেন্দ্র করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।