Homeখবরদেশচটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

প্রকাশিত

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে, যখন চিকিৎসক জয়দীপসিং গোহিল জরুরি বিভাগে রোগী দেখার সময় রোগীর পরিবারের সদস্যদের চটি খুলে ভিতরে প্রবেশ করতে বলেন। এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং শেষ পর্যন্ত চিকিৎসকের উপর শারীরিক হামলা হয়।

সূত্রের খবর অনুযায়ী, এক মহিলার মাথায় আঘাত লাগার পর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে আসেন অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত হিরেন ডাঙার, ভাবদীপ ডাঙার এবং কৌশিক কুভাদিয়া মহিলা রোগীর বেডের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় চিকিৎসক গোহিল রুমে প্রবেশ করে তাঁদের জুতো খুলে আসার অনুরোধ করেন। এরপর শুরু হয় উত্তেজনা, যা পরিণত হয় মারামারিতে।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, ওই তিনজন চিকিৎসককে আক্রমণ করতে শুরু করে। রুমে উপস্থিত নার্স ও অন্যান্য স্টাফদের চেষ্টায় বেশ কিছুক্ষন পর তাঁদের থামানো সম্ভব হয়। মারধরের ফলে ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২) (কাউকে আঘাত করার উদ্দেশ্যে কাজ করা), ৩৫২ (অবমাননাকর আচরণ করে শান্তি বিনষ্টের উদ্দেশ্যে আক্রমণ করা), ৩৫১(৩) (ফৌজদারি হুমকি) এবং সংশ্লিষ্ট অন্যান্য ধারায় গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সম্প্রতি কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জোরালো হয়েছে। ভাবনগরের এই ঘটনা সেই বিতর্ককে নতুন মাত্রা যোগ করেছে।

চিকিৎসক গোহিল এই ঘটনার পরে পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার হওয়া তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে মামলা চলছে।

চিকিৎসক গোহিল বলেছেন, “হাসপাতালের জরুরি বিভাগে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের কাজ রোগীদের সেবা করা, এবং এরকম পরিস্থিতি আমাদের কাজকে বাধাগ্রস্ত করে।”

এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে। চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চেয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিভিন্ন চিকিৎসক সংগঠন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।