শুল্ক বিতর্কে আবারও সরাসরি ভারতের নাম টেনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি দাবি করেছেন, শেষমেশ কেউ তো ভারতের শুল্ক নীতি ফাঁস করে দিয়েছে। তার পর পরই মার্কিন পণ্যের উপর আরোপিত আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
হোয়াইট হাউসে বক্তৃতা করার সময় ট্রাম্প বলেন, “ভারত আমাদের উপর বিপুল শুল্ক আরোপ করে… বিশাল শুল্ক।”
তিনি আরও বলেন, “ভারতে কিছু বিক্রি করাই কঠিন… তবে তারা এখন শুল্ক অনেক কমাতে চায় কারণ অবশেষে কেউ তাদের কাণ্ডকারখানা প্রকাশ্যে এনে দিয়েছে।”
ট্রাম্প আরও বলেন, “আমাদের দেশকে বহু বছর ধরে সব দেশ চেঁছেপুছে নিয়ে গেছে… কানাডা, মেক্সিকো, ভারত।”
তিনি ওভাল অফিসে সাংবাদিকদের জানান, “কানাডা বহু বছর ধরে কাঠ ও দুগ্ধজাত পণ্যের শুল্ক নিয়ে আমাদের প্রতারণা করেছে। তারা যদি শুল্ক না কমায়, তবে আমরাও একই ধরনের শুল্ক আরোপ করব এবং হয়তো আজই তা কার্যকর হবে, অথবা সোমবার বা মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।”
মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে কানাডা থেকে আমদানি করা সফটউড কাঠের উপর মোট ১৪.৫ শতাংশ অ্যান্টি-ডাম্পিং এবং ভর্তুকিরোধী শুল্ক আরোপ করে।
গত সপ্তাহে ট্রাম্প আন্তর্জাতিক স্তরে কাঠ আমদানির উপর জাতীয় নিরাপত্তা তদন্তের নির্দেশ দিয়েছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রে কাঠের শুল্ক আরও বাড়িয়ে দিতে পারে।
বৃহস্পতিবার, ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া বেশিরভাগ পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক স্থগিত করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেন্টানিল সংকটের কারণে এক সপ্তাহ আগে আরোপ করা হয়েছিল। তবে এই স্থগিতাদেশ মাত্র ৩০ দিনের জন্য বলবৎ থাকবে।