কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রত্যেক দিন মানোন্নয়ন হচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির হাত ধরে রোবোটিক্স প্রযুক্তিতে অপার সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যবহার বাড়ছে। পাশাপাশি, বিজ্ঞানীরা প্রতিনিয়ত এমন রোবট তৈরির চেষ্টা করছেন যা মানুষের সঙ্গী হবে।
এই রোবটিক্স প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তাঁরা দাবি করেছেন, ভবিষ্যতে তৈরি হওয়া রোবটও মানুষের আবেগ বুঝতে পারবে। রোবট মানুষের ত্বক স্পর্শ করেই তাদের আবেগ শনাক্ত করতে পারবে। গবেষণাপত্র আইইইই অ্যাক্সেস (IEEE Access) জার্নালে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের মতে, ফেশিয়াল রেকগনিশন সিস্টেম বা স্পিচ অ্যানালিসিস সিস্টেমের মতো চিরাচরিত আবেগ চিহ্নিতকরণ পদ্ধতিতে অনেক ত্রুটি আছে। সে কারণে, গবেষকরা একজন ব্যক্তির আবেগ বোঝার জন্য ত্বকের সঞ্চালন (conductance) বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন। ‘Skin conductance’ হল ত্বক কতটা ভালো ভাবে বিদ্যুৎ সঞ্চালন করতে পারে তার পরিমাপ। এটি সাধারণত ঘাম নিঃসরণ এবং স্নায়বিক কার্যকলাপের প্রতিক্রিয়ায় পরিবর্তিত হয়, যা মানুষের বিভিন্ন মানসিক অবস্থাকে প্রতিফলিত করে।
বিজ্ঞানীরা ৩৩ জনের ওপর গবেষণা চালান। তাঁদের আবেগ-উদ্দীপক ভিডিও দেখানো হয় ও সে সময় তাঁদের ত্বকের পরিবাহিতা পরিমাপ করা হয়। গবেষণায় বিভিন্ন আবেগের জন্য বিভিন্ন প্যাটার্ন লক্ষ করা যায়। এর মধ্যে ভয়ের অনুভূতি সবচেয়ে বেশি সময় ধরে থাকতে দেখা গিয়েছে। একই সময়ে, পারিবারিক বন্ধনের আবেগ, সুখ-দুঃখের মিশ্র অনুভূতির জন্য ধীর প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অন্য দিকে, হাস্যকর ভিডিওগুলি দেখার পর দ্রুত বিবর্ণ প্রতিক্রিয়া লক্ষ করা যায়। বিজ্ঞানীদের আশা, শিগগিরই শক্তিশালী এমন প্রযুক্তি তৈরি করা সম্ভব হবে যা শারীরবৃত্তীয় সংকেত-সহ বিভিন্ন আবেগলি সঠিক ভাবে প্রকাশ করতে সক্ষম হবে।