উত্তরাখণ্ডের কারা কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিল জেলবন্দি কয়েদিদের জন্য। উত্তরাখণ্ডের হরিদ্বার জেলা সংশোধনাগারে কয়েদিদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে চালু হয়েছে ড্রোন অ্যাম্বুল্যান্স। বুধবার ১০ কয়েদির কাছে ড্রোন মারফত হেপাটাইটিস সি’র ওষুধ পৌঁছে দেওয়া হয়। এইমস হৃষীকেশ হাসপাতালের তরফে এই ব্যবস্থা করা হয়। কয়েদিদের রক্তের নমুনা সংগ্রহ করে ড্রোন মারফতই হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।
সিনিয়র জেল সুপার মনোজ কুমার আর্য জানান, “কয়েদিদের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য। ১০ জন কয়েদির কাছে সফল ভাবে ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। তাঁদের রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে। সংশোধনাগারে বন্দি কয়েদিরাও যাতে উন্নত মানের চিকিৎসার সুযোগ পায় তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রুটিন চেকআপের জন্য কয়েদিদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন কমবে।”
হৃষীকেশ এইমস হাসপাতালের অধিকর্তা ডক্টর অধ্যাপক মিনু সিং আর ডক্টর অধ্যাপক অজিত ভাদুরিয়ার প্রচেষ্টায় ড্রোন অ্যাম্বুল্যান্সের মাধ্যমে হরিদ্বার জেলা সংশোধনাগারে কয়েদিদের কাছে ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হয়।
জেলের সিনিয়র সুপার আরও জানান, “এই ড্রোন অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হওয়ার পর খুব গুরুতর শারীরিক অবস্থা হলেই কয়েদিদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। না হলে প্রাথমিক চিকিৎসা সংশোধনাগার চত্বরে হবে। ভিডিও কনফারেন্স মারফত কয়েদিরা এইমসের চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারবে।”