Home খবর দেশ মালগাড়ি থামিয়ে ‘মা’ হাতির পাশে দাঁড়াল মানুষ! ২ঘণ্টা ট্রেনে অপেক্ষায় রেলকর্মী-যাত্রীরা

মালগাড়ি থামিয়ে ‘মা’ হাতির পাশে দাঁড়াল মানুষ! ২ঘণ্টা ট্রেনে অপেক্ষায় রেলকর্মী-যাত্রীরা

0
elephant give birth

খবরের শিরোনামে প্রায়সময় হাতির মতো বন্য প্রাণীর আর মানুষের সংঘাতের খবর উঠে আসে। কিন্তু সেই আবহে নয়া নজির গড়ল ঝাড়খণ্ড।

জঙ্গলের বুক চিরে চলে গেছে ঘন জঙ্গল। রেললাইনের পাশে জঙ্গলের মধ্যে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে এক হস্তিনী। প্রসব বেদনায় কাতর সে। হাতি দলবদ্ধ হয়ে থাকে। সাধারণত, দলের কেউ যন্ত্রণায় কাতর হয়ে পড়লে, কষ্ট পায় দলের বাকি হাতিরাও। কিন্তু এক্ষেত্রে গর্ভবতী হস্তিনী দলছুট হয়ে পড়েছিল কয়েক দিন আগে। তাই প্রসব বেদনার সময় ঝাড়খণ্ডের বারকাকানা ও হাজারিবাগ রেল স্টেশনের মধ্যে জঙ্গলে যন্ত্রণায় ছটফট করছিল গর্ভবতী হস্তিনী। ঘটনাটি ঘটে ২৫ জুন ভোররাতে। স্থানীয় বাসিন্দারা বনরক্ষীকে খবর দেন। বনরক্ষী রামগড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসারকে খবর দেন। বন দফতর রেল দফতরকে সতর্ক করে।

ওই লাইন দিয়ে মালগাড়ি যায়। তাই সব ট্রেনের চালককে সতর্ক করা হয়। মালগাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। ২ ঘণ্টা পর শাবকের জন্ম দেয় হাতিটি। এলিফ্যান্ট করিডর দিয়ে মা হাতি ও সদ্যোজাত শাবককে বনের ভেতর নিয়ে যাওয়া হয় বলে জানান ডিভিশনাল ফরেস্ট অফিসার নীতীশ কুমার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version